Sumit Antil: নীরজ চোপড়ার স্মৃতি উস্কে টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা সুমিত আন্তিলের, এক দিনে জোড়া সোনা   ভারতের

টোকিও, ৩০ অগাস্ট: সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে (Tokyo Paralaympics 2020) একদিনে এল দুটি সোনার পদক। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারা-র পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের F64 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন সুমিত অ্যান্তিল (Sumit Antil )। ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতে প্যারালিম্পিক্সের সেই জ্যাভলিন থ্রোয়েই নীরজের ২৩ দিন পর সোনা জিতলেন সুমিত।

সব মিলিয়ে চলতি প্যারা গেমসে ভারত ৭টি পদক জিতল- ২টি সোনা, চারটি রুপো, একটি ব্রোঞ্জ। আজ, সোমবার গেমসের ষষ্ঠ দিনে একদিনে এল দুটি সোনা সহ মোট পাঁচটি পদক।

আজ জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে সোনা জেতার পথে দু দুবার বিশ্বরেকর্ড গড়েন সুমিত। দ্বিতীয় বারের চেষ্টাতে ছোঁড়েন ৬৮.০৮ মিটার। তারপর নিজের সেই বিশ্বরেকর্ড ভেঙে পঞ্চমবারের চেষ্টায় ছোঁড়েন ৬৮.৫৫ মিটার।

অক্ষমতার যোগ্যতমানে ব্যর্থ হওয়ায় গতকাল ডিসকাস থ্রোয়ে বিনোদ কুমারের জেতা ব্রোঞ্জ পদকটি বাতিল হয় ভারতের। তা না হলে আরও একটা পদক বাড়ত ভারতের। গত রিও অলিম্পিকেও ভারত দুটি সোনা সহ সাতটি পদক জিতেছিল।