Tokyo Olympics 2020: মহিলা হকিতে ডাচদের পর এবার জার্মানির কাছে হার ভারতের, এবার লড়ে হার রানীদের
ভারতের মহিলা হকি দল (Photo Credits: Hokey India)

টোকিও, ২৬ জুলাই: নেদারল্যান্ডসের কাছে হারের পর এবার জার্মানি। মহিলাদের হকিতে এবার পরপর দুটো ম্যাচে হারল ভারতীয় দল। অবশ্য প্রথম ম্যাচে ডাচদের কাছে ১-৫ গোলে হারের ধাক্কা কাটিয়ে জার্মানদের বিরুদ্ধে লড়ে হারল ভারতীয় মহিলা দল। তবে পয়েন্ট তালিকায় ভারতীয় মহিলা দল দু ম্যাচ খেলে সবার শেষে শূন্য পয়েন্টেই থাকল। ৬টি দলকে নিয়ে সাজানো গ্রুপ থেকে প্রথম চারটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ২টো ম্যাচ শেষে নেদারল্যান্ডস, জার্মানি দুটোতেই জিতে শীর্ষে আছে। তিন ও চার নম্বরে আছে গ্রেট ব্রিটেন (৩ পয়েন্ট) ও আয়ারল্যান্ড (৩ পয়েন্ট)। সব শেষে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় মহিলা দলের কাছে একটাই ভাল জিনিস, গ্রুপের সবচেয়ে কঠিন দুই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা হয়ে গেল। নক আউটে উঠতে হলে এখন রানি রামপালের দলকে বাকি তিনটি খেলার মধ্যে দুটিতে জিততে হবে। ভারতীয় মহিলা দলকে প্রথম ম্যাচে ৫ গোল দেওয়া ডাচরা আজ আয়ারল্যান্ডকে হারাল ৪-১ গোলে। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪-১ গেলে হারাল গ্রেট ব্রিটেন। ভারতীয় মহিলা হকি দলের পরবর্তী ম্যাচ বুধবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে।

এদিকে, আগামিকাল স্পেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারতীয় পুরুষ হকি দল। অস্ট্রেলিয়ার কাছে সাত গোলে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরাই মূল চ্যালেঞ্জ মনপ্রীত, শ্রীজেশদের।