Tokyo Olympics 2020: নাওমি ওসাকার অবাক বিদায়ে টেনিসে জাপানের মশাল নিভল

অলিম্পিকে জাপানীদের আশার মশল নিভল। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন জাপানের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ী ওসাকা। এই ওসাকাই এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন। জাপানে বড় ক্রীড়াবিদের অভাব নেই।

খেলা Partha Chandra|
Tokyo Olympics 2020: নাওমি ওসাকার অবাক বিদায়ে টেনিসে জাপানের মশাল নিভল
নাওমি ওসাকা (Photo Credits: Social Media)

টোকিও, ২৭ জুলাই:  চলতিঅলিম্পিকে (Tokyo Olympics 2020) জাপানীদের আশার মশল নিভল। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন জাপানের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ী নাওমি ওসাকা (Naomi Osaka)। এই ওসাকাই এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন। জাপানে বড় ক্রীড়াবিদের অভাব নেই। অলিম্পিকের ইতিহাসে বহু পদক জিতেছে জাপান। কিন্তু ওসাকার গ্র্যান্ডস্ল্যাম জয়টাকে জাপান মনে করে সবচেয়ে বড় সম্মানের। তাই ওসাকার হাত দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অলিম্পিক মশাল জ্বালিয়েছিল সূর্যোদয়ের দেশ।

সেই নাওমি ওসাকা আজ মঙ্গলবার তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হারলেন চেক প্রাজতন্ত্রের মারকেটা ভোনদ্রোউসোভার বিরুদ্ধে। ওসাকা হারেন ১-৬,৪-৬-এ। গতকাল মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাসলে বার্টি হেরে গিয়েছিলেন।

এদিকে, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতল চিন। চলতি অলিম্পিকে শ্যুটিং থেকে এটাই চিনের প্রথম সোনা। সাঁতারে আজ আরও এd-ones-on-promise-day-2024-287566.html" title="Promise Day 2024-এ ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক করুন আরও মজবুত">Promise Day 2024-এ ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক করুন আরও মজবুত

  • Teddy Day 2024-এ টেডি উপহার দেওয়ার আগে জেনে নিন কোন রঙের টেডি-র অর্থ কী!
  • Bharat Ratna: দাদু চরণ ভারতরত্ন, জয়ন্ত হয়তো পদ্মতেই!
  • Bharat Ratna সম্মান নরসিমা রাও, চরণ সিং-দের
  • Close
    Search

    Tokyo Olympics 2020: নাওমি ওসাকার অবাক বিদায়ে টেনিসে জাপানের মশাল নিভল

    অলিম্পিকে জাপানীদের আশার মশল নিভল। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন জাপানের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ী ওসাকা। এই ওসাকাই এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন। জাপানে বড় ক্রীড়াবিদের অভাব নেই।

    খেলা Partha Chandra|
    Tokyo Olympics 2020: নাওমি ওসাকার অবাক বিদায়ে টেনিসে জাপানের মশাল নিভল
    নাওমি ওসাকা (Photo Credits: Social Media)

    টোকিও, ২৭ জুলাই:  চলতিঅলিম্পিকে (Tokyo Olympics 2020) জাপানীদের আশার মশল নিভল। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন জাপানের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ী নাওমি ওসাকা (Naomi Osaka)। এই ওসাকাই এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন। জাপানে বড় ক্রীড়াবিদের অভাব নেই। অলিম্পিকের ইতিহাসে বহু পদক জিতেছে জাপান। কিন্তু ওসাকার গ্র্যান্ডস্ল্যাম জয়টাকে জাপান মনে করে সবচেয়ে বড় সম্মানের। তাই ওসাকার হাত দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অলিম্পিক মশাল জ্বালিয়েছিল সূর্যোদয়ের দেশ।

    সেই নাওমি ওসাকা আজ মঙ্গলবার তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হারলেন চেক প্রাজতন্ত্রের মারকেটা ভোনদ্রোউসোভার বিরুদ্ধে। ওসাকা হারেন ১-৬,৪-৬-এ। গতকাল মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাসলে বার্টি হেরে গিয়েছিলেন।

    এদিকে, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতল চিন। চলতি অলিম্পিকে শ্যুটিং থেকে এটাই চিনের প্রথম সোনা। সাঁতারে আজ আরও একটি সোনা আসায় জাপানকে টপকে পদক তালিকায় শীর্ষে উঠল আমেরিকা।

    দেখুন এখন পদক তালিকায় কে কোথায়

     

    শহর পেট্রল ডিজেল
    View all
    Currency Price Change

    সম্পাদকের পছন্দ

    ট্রেন্ডিং টপিক

    West BengalNarendra ModiMamata BanerjeeAsia Cup 2023BJPVirat KohliCOVID19 VaccineSalman Khan