টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) ২০০ মিটার স্প্রিন্টেও ব্যর্থ হলেন ভারতের দ্যুতি চাঁদ (Dutee Chand)। ইভেন্টের হিটে সপ্তম হয়েছেন ভারতের এই মহিলা অ্যাথলিট। দ্যুতি সময় নিয়েছেন ২৩.৮৫ সেকেন্ড। যা তাঁর ব্যক্তিগত সেরা সময়ের থেকে বেশি। বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৫৯ নম্বরে থাকা দ্যুতির ব্যক্তিগত সেরা সময় ২৩.০০ সেকেন্ড। যদি নিজের সেরা সময়ে দৌড় শেষ করতে পারতেন, তবে হিটে নিজের গ্রুপে চার নম্বরে জায়গা করে নিতে পারতেন।
এদিকে আজ অ্যাথলেটিক্সে ভারতের আরও একটি পদকের আশা রয়েছে ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌরের কাছ থেকে। মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে উঠেছেন তিনি। আজ ইভেন্টের ফাইনাল ম্যাচ।
এছাড়াও ৪১ বছর পর হকিতে পদকের হাতছানি ভারতের সামনে। রবিবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে ভারতের পুরুষ হকি দল চলে যায় সেমিফাইনালে। পরের ম্যাচে জিতলেই পদক নিশ্চিত হবে। সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবেন মনপ্রীত সিংরা। বেলজিয়ামের কাছে হেরেই গত অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছিল ভারত।