টোকিও, ৮ অগাস্ট: আজ, রবিবার টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) শেষদিন। আর শেষদিনে একেবারে নাটকীয়ভাবে চিনকে টপকে পদক তালিকায় শীর্ষে উঠে এল আমেরিকা। শেষদিনে মহিলাদের বাস্কেটবল, ভলিবল সহ মোট চারটি সোনা জিতে, চিনের থেকে বেশি সোনা জিতে পদক তালিকায় শীর্ষে উঠে এল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মহিলাদের ভলিবলে প্রথমবার সোনা জিতল আমেরিকা। এই ঐতিহাসিক সোনায় জো বাইডেনের দেশ ৩৮টি সোনা সহ ১১৩টি পদক জিতে তালিকায় শীর্ষে উঠে এল। গেমসের প্রথম ১৫টি দিন পদক তালিকায় শীর্ষে ছিল চিন। শেষদিনে আমেরিকা যেখানে ৪টি সোনা জিতল, সেখানে চিন জেতে ১টি সোনা। ৩৮ সোনা,৩২ টি রুপো সহ চিনের মোট পদক দাঁড়াল ৮৮। পদক জয়ের ব্যাপারে আমেরিকার থেকে বেশ কিছুটা পিছনে থাকলেও সোনা জয়ের ভিত্তিতে শীর্ষে ছিল চিন।
THIS TEAM. 🥇#TokyoOlympics x @usavolleyball pic.twitter.com/j9vHq31vpZ
— #TokyoOlympics (@NBCOlympics) August 8, 2021
মাইকেল ফেল্পসের অনুপস্থিতি, সিমোনা বাইলসের মানসিক সমস্যার কারণে বেশিরভাগই ইভেন্টে না নামতে পারায় আমেরিকার সোনার সংখ্যা এবার কমে যায়। আয়োজক দেশ জাপান ২৭টি সোনা সহ ৫৮টি পদক জিতে তৃতীয় স্থানে শেষ করল। ভারত ১টি সোনা, ২টি রুপো, ৪টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় ৪৭ নম্বরে থাকল।
On the last day of the Olympics, the women of @TeamUSA:
🥇 Basketball wins 7th straight gold
🥇 First Olympic track cycling gold
🥇 First indoor volleyball gold medal
These three historic medals propelled the United States to the top of the gold medal race.#OlympicHERstory
— On Her Turf (@OnHerTurf) August 8, 2021
এদিকে, টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শেষ ইভেন্ট ম্যারাথনে সোনা জিতলেন কেনিয়ার কিংবদন্তি এলিড কিপচোগে। ২০১৬ রিও গেমসেও ৩৬ বছরের কিপচোগেই ম্যারাথনে সোনা জিতেছিলেন। মোট ২ ঘন্টা ৮ মিনিট ৩৮ সেকেন্ডে নিজের দৌড় শেষ করে ম্যারথনে সোনা জেতেন কিপচোগে। এবার পুরুষদের ম্যারাথনে সবচেয়ে বড় চমক ইউরোপের দুই দেশের। ২০০৪ এথেন্স অলিম্পিকের পর এই প্রথম ইউরোপের কোনও রানার পুরুষদের ম্যারাথনে পোডিয়ামে দাঁড়ালেন। তাও আবার একজন নয়, দু জন। রুপো জিতলেন নেদারল্যান্ডসের আবদি নাগিয়ে, ব্রোঞ্জ জিতলেন বেলজিয়ামের বাশির আবদি।
টোকিও অলিম্পিক ২০২০ পদক তালিকা