টোকিও, ১ অগাস্ট: চোট নিয়ে খেলে বিশ্বচ্যাম্পিয়ন উজবেকিস্তানের বক্সার জালোলাভের বিরুদ্ধে দারুণ লড়লেন ভারতের বক্সার সতীশ কুমার (Satish Kumar)। পুরুষদের বক্সিংয়ের সুপার হেভিওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে সতীশ ০-৫ হারলেন বিশ্বচ্যাম্পিয়ন উজবেক বক্সারের বিরুদ্ধে। আজ সতীশ জিতলেই পদক নিশ্চিত হত ভারতের। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন বক্সারের বিরুদ্ধে সতীশ অঘটন ঘটাতে পারলেন না। প্রি-কোয়ার্টার ফাইনালে জামাইকান বক্সার ব্রাউনের বিরুদ্ধে ৪-১ জেতার ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন সতীশ। চোটটা এতটাই গুরুতর ছিল মনে হচ্ছিল, আজ রিংয়ে পারবেন না তিনি। কিন্তু জেদকে সম্বল করে সতীশ শুধু বিশ্বচ্যাম্পিয়ন বক্সারের বিরুদ্ধে যথেষ্ট লড়লেন।
গতকাল পূজা রানীর মত পদকের ঠিক এক ধাপ দূর থেকে ফিরলেন সতীশ কুমারও। সতীশ হারায় চলতি টোকিও অলিম্পিকে পুরুষ বক্সিংয়ে ভারতের চ্যালেঞ্জ শেষ হল। গতবারের মত এবার অলিম্পিকে ভারতীয় বক্সাররা একেবারে হতাশ করলেন। অমিত পোঙ্গাল থেকে বিকাশ কৃষ্ণনান, আশীষ কুমার, মনীশ কৌশিক। বিশ্বমঞ্চে নজরকাড়া ভারতীয় বক্সাররা অলিম্পিকে ব্যর্থ হলেন। ২০১২ লন্ডন অলিম্পিকে পদক জিতেছিলেন বক্সার বিজেন্দর সিং, মেরি কম।
Satish Kumar goes down to reigning World Champion Bakhodir Jalolov by unanimous decision (0:5) in QF.
A win here would have ensured a medal for India. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/0x1Y2EhP2R
— India_AllSports (@India_AllSports) August 1, 2021
এবার সেখানে মহিলাদের বক্সিংয়ে পদক নিশ্চিত করছেন লভলিনা। পুরুষ, মহিলা মিলিয়ে দেশের ৯ জন বক্সারের মধ্যে পদক এল একটি, বাকিরা ব্যর্থ।