Lovlina Borgohain: চলতি এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে সাফল্য পাচ্ছেন ভারতীয়রা। নিখাত জারিন, প্রীতি পাওয়ারের পর এবার হাংঝৌ এশিয়াডে পদক নিশ্চিত করে আগামী বছর প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতাঅর্জন করলেন লাভলিনা বরগোঁহাই (লাভলীনা বৰগোহাঁই) (অসমীয়া) (Lovlina Borgohain)। এদিন মহিলাদের ৭৫ কেজি বিভাগের বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে লাভলিনা ৫-০ হারান দক্ষিণ কোরিয়ার সিয়ন সিয়োংকে। বক্সিংয়ে সেমিফাইনালে ওঠা মানেই অন্তত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হওয়া। আর এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে বেশ কিছু বিভাগে পদক জেতা মানেই অলিম্পিক্সে খেলার যোগ্যতা মেলে।
অলিম্পিকে পদক, বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেও এই প্রথম এশিয়ান গেমসে পদক জিতলেন অসমের গোলাঘাটের ২৫ বছরের মেয়ে। প্রসঙ্গত, চলতি বছর দিল্লিতে আয়োজিত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন লাভলিনা।
টোকিও অলিম্পিকে পদক জেতা অসমের মেয়ে লাভলিনা এবার হাংঝৌ এশিয়ান গেমসের উদ্বোধনের মার্চ পাস্টে ভারতের পতাকা বহন করেছিলেন। চলতি এশিয়ান গেমসে মহিলাদের ৫০ কেজি বিভাগে নিকিতা জারিন, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার ও ৭৫ কেজি বিভাগে লাভলিনা পদক নিশ্চিত করে ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট কেটে ফেললেন।
এদিকে, মহিলাদের বক্সিংয়ে সাফল্যের মাঝে মহিলাদের ভারত্তোলনে হতাশা। বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকে রুপোজয়ী তারকা ভারত্তোলক মীরাবাঈ চানু চোট নিয়ে খেলে পদকের একেবারে কাছ থেকে ফিরলেন। ১৯১ কেজি ওজন তুলে চতুর্থ হলেন চানু। ক্লিন অ্যান্ড জার্কে চানু তোলেন ১০৮ কেজি আর স্ন্যাচে তোলেন ৮৩ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে দু বার ১১৭ কেজি ওজন তুলতে গিয়ে ব্যর্থ হন মণিপুরের তারকা ভারত্তোলক। শেষবার ওজন তুলতে গিয়ে বড় চোট পান তিনি। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথে গেমসে সোনা জেতেন চানু। তবে চোটের কারণে বিশ্ব ভারত্তোলনে নামতে পারেননি তিনি।
চানুর বিভাগে ২১৬ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড গড়ে এই বিভাগে সোনা জিতলেন উত্তর কোরিয়া রি সংগুম। চানুর চেয়ে আট কেজি বেশী তুলে ব্রোঞ্জ জিতলেন তাইল্যান্ডের থানায়থন।