টোকিও, ৪ অগাস্ট: এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ। মহিলাদের হকির সেমিফাইনালে বিশ্বের দু নম্বর দেশ আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরে সোনা জয়ের লড়াই থেকে ছিটকে গেল ভারত (Indian National Womens Hockey Team)। এবার ব্রোঞ্জ জিততে হলে শুক্রবার ভারতীয় মহিলা হকি দলকে হারাতে হবে গ্রেট ব্রিটেনকে। যে গ্রেট ব্রিটেন গ্রুপ লিগে ১-৪ গোলে হারায় ভারতীয় মহিলা হকি দলকে। মহিলাদের হকির ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনালে ৫-১ গোলে গ্রেট ব্রিটেনকে হারায় ডাচরা। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার মহিলাদের হকিে সেমিফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল।
News Flash: #Hockey (Women): India go down fighting to World no. 2 Argentina 1-2 in Semis.
Absolutely proud of the way girls gave their absolute best. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/opUOnxwI1z
— India_AllSports (@India_AllSports) August 4, 2021
গতকাল পুরুষদের হকির সেমিফাইনালে ভারত ২-৫ গোলে হেরেছিল বেলজিয়ামের বিরুদ্ধে। ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জয়ের ম্যাচে খেলবে জার্মানি বিরুদ্ধে। পুরুষদের হকির ফাইনালে বেলজিয়াম খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
এদিকে, টোকিও অলিম্পিকে ফের ভারতীয় ক্রীড়াবিদদের বড় সাফল্য। মহিলাদের বক্সিংয়ের লভলিনার ব্রোঞ্জের পর এবার কুস্তিতে ফাইনালে উঠলেন রবী কুমার দাহিয়া। তার মানে চলতি টোকিও অলিম্পিকে ভারতের চতুর্থ পদকটা নিশ্চিত হল। কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে কাজাকাস্তানের নুরিসালাম সানায়েভকে ৯-৭ হারিয়ে রবী অন্তত একটা রুপোব নিশ্চিত করলেন। অলিম্পিকের ইতিহাসে কুস্তিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ফাইনালে উঠলেন রবী কুমার দাহিয়া।