(Photo Credits: Getty Images)

টোকিও, ১ অগাস্ট: দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে উঠল ভারতীয় পুরুষ দল। কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে গ্রেট ব্রিটেনকে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন মনপ্রীত সিং-শ্রীজেশরা। পুরুষদের হকিতে পদক জয় আর একটা ম্যাচ দূরে। মঙ্গলবার সেমিফাইনালে বেলজিয়ামকে হারালেই ফাইনালে চলে যাবে ভারতীয় দল। আটবার হকিতে সোনা জয়ী ভারত ১৯৮০ মস্কো অলিম্পিকে সোনা জয়ের পর থেকে আর কখনও পদক তো দূরে থাক সেমিফাইনালেও উঠতে পারেনি ভারতীয় পুরষ দল।

২০০৮ বেজিং অলিম্পিকে খেলার যোগ্যতা না পাওয়া, লন্ডন অলিম্পিকে শেষ করা এমন লজ্জার মুখেও পড়তে হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠল ধ্যানচাঁদের দেশ। এবারও গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার কাছে সাত গোলে হারের মত মানসিক ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়ে পরপর তিনটে ম্যাচ জিতে পদকের দোরগড়ায় ভারত।

গতবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবার একেবারে ফেভারিটের মত খেলেই শেষ চারে উঠল ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে সামনে সেই বেলজিয়াম। অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে জার্মানির বিরুদ্ধে।