টোকিও, ৮ অগাস্ট: পনেরো দিনের খেলা শেষ। করোনা কালে চরম উতকণ্ঠার মধ্যে আয়োজিত স্টেডিয়ামে দর্শকহীন ৩২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক (Tokyo Olympics 2020) শেষ হচ্ছে। গ্রেটস্ট শো অন আর্থ অলিম্পিক নিয়ে মেতেছিল বিশ্ববাসী। করোনার মাঝে জাপান দারুণ সফলভাবে আয়োজন করে ইতিহাসে জায়গা করে নিল। অলিম্পিকের শুরু হয়েছিল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট দিয়ে, শেষ হল পুরুষদের ওয়াটার পোলো দিয়ে। শেষ দিন চিনকে টপকে পদক তালিকায় শীর্ষে উঠল আমেরিকা।

শেষদিনে মহিলাদের বাস্কেটবল, ভলিবল, সাইকেলিং সহ মোট চারটি সোনা জিতে, চিনের থেকে বেশি সোনা জিতে পদক তালিকায় শীর্ষে উঠে এল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মহিলাদের ভলিবলে প্রথমবার সোনা জিতল আমেরিকা। এই ঐতিহাসিক সোনায় জো বাইডেনের দেশ ৩৮টি সোনা সহ ১১৩টি পদক জিতে তালিকায় শীর্ষে উঠে এল। গেমসের প্রথম ১৫টি দিন পদক তালিকায় শীর্ষে ছিল চিন। শেষদিনে আমেরিকা যেখানে ৪টি সোনা জিতল, সেখানে চিন জেতে ১টি সোনা। ৩৮ সোনা,৩২ টি রুপো সহ চিনের মোট পদক দাঁড়াল ৮৮। পদক জয়ের ব্যাপারে আমেরিকার থেকে বেশ কিছুটা পিছনে থাকলেও সোনা জয়ের ভিত্তিতে শীর্ষে ছিল চিন।

মাইকেল ফেল্পসের অনুপস্থিতি, সিমোনা বাইলসের মানসিক সমস্যার কারণে বেশিরভাগই ইভেন্টে না নামতে পারায় আমেরিকার সোনার সংখ্যা এবার কমে যায়। আয়োজক দেশ জাপান ২৭টি সোনা সহ ৫৮টি পদক জিতে তৃতীয় স্থানে শেষ করল। ভারত ১টি সোনা, ২টি রুপো, ৪টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় ৪৭ নম্বরে থাকল।

কখন, কোথায় হবে অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান

আজ, রবিবার ৮ অগাস্ট টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে অনুষ্ঠিত হবে গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান

ভারতের কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে এই সমাপ্তি অনুষ্ঠান

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল সোনি স্পোর্টস ১, সোনি স্পোর্টস ২-তে সরাসরি বিকেল সাড়ে ৪টে থেকে সরাসরি দেখানো হবে।

কীভাবে অনলাইনে দেখা যাবে এই অনুষ্ঠান

টোকিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান সোনি লিভ ও জিও টিভিতে বিকেল সাড়ে ৪টে থেকে সরাসরি দেখানো হবে।