টোকিও, ৭ অগাস্ট: লন্ডন অলিম্পিকের ভারতীয় ক্রীড়াবিদদের মহাসাফল্যকে ছুঁয়ে ফেলল টোকিও গেমস (Tokyo Olympics 2020)। টোকিও গেমসের ১৫ তম দিন কুস্তির ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতে চলতি অলিম্পিকে ভারতের ষষ্ঠ পদকটি আনলেন তারকা কুস্তিগীর বজরং পুনিয়া (Bajrang Punia)। সেমিফাইনালে দুনিয়ার তিন নম্বর কুস্তিগীর দৌলত নিয়াজবেকোভ (Daulat Niyazbekov)-কে ৯-০ ধরাশায়ী বজরঙ কুস্তিতে টোকিও অলিম্পিকে দেশের দ্বিতীয় পদকটি আনলেন। এর আগে চলতি অলিম্পিকে ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে রবি কুমার দাহিয়া কুস্তিতে রুপো জিতেছিলেন।
Bajrang Punia has won the #BRONZE medal 😍#Tokyo2020
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 7, 2021
বজরং পদক জিততেই পদক সংখ্যার বিচারে অলিম্পিকে ভারতের সেরা পারফরম্যান্স করা লন্ডন গেমসের সাফল্যকে ছুঁয়ে ফেলল ভারত। লন্ডন অলিম্পিকে ভারত জিতেছিল মোট ৬টি পদক (২টি রুপো, ৪টি ব্রোঞ্জ)। টোকিওতে একটা ইভেন্ট বড় আশা বাকি থাকতে (নীরজ চোপড়া জ্যাভলিন)- এল ৬টি পদক (২টি রুপো, ৪টি ব্রোঞ্জ)।
Let’s celebrate .. again 😜 #BajrangPunia #wrestling #Olympics @BajrangPunia 😂😂 pic.twitter.com/g6ozaI9xjZ
— Randeep Hooda (@RandeepHooda) August 7, 2021
এদিকে, টোকিও অলিম্পিকে পুরষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে প্রথম চেষ্টাতেই কোয়ালিফিকেশন রাউন্ডের চেয়ে ভাল ফল করলেন নীরজ চোপড়া।