Tokyo Olympics 2020: জাপানে কি আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ! টোকিও অলিম্পিকে কোভিডে নয়া আক্রান্ত ১৬
Representational Image | (Photo Credit: PTI)

টোকিও, ২৬ জুলাই: টোকিও অলিম্পিক ( Tokyo Olympics 2020) উদ্বোধনের আগের দিনও করোনায় গেমস ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু সেই আশঙ্কা নিয়ে দারুণ একটা ছিমছাম-মনে রাখার মত উদ্বোধনী অনুষ্ঠানমের পর দেখতে দেখতে দুটো দিন কেটে গিয়েছে। কিন্তু গেমসের শুরুর আগে থেকেই যেভাবে গেমসের সঙ্গে জড়িত ক্রীড়াবিদ-কর্মকর্তা-আয়োজকদের মধ্যে করোনা সংক্রমণ শুরু হয়েছিল, সেটা এবার ধীরে ধীরে তুঙ্গে উঠছে। সোমবার গেমসের তৃতীয় দিনের খেলার মাঝে জানানো হল, টোকিও অলিম্পিকের সঙ্গে জড়িত ১৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সব মিলিয়ে পয়লা জুলাই থেকে গেমসের সঙ্গে জড়িত ১৪৮ জনের কোভিড রিপোর্ট পজেটিভ এল।

টোকিওতে লকডাউন থাকলেও, করোনা সংখ্যায় কিছুতেই লাগাম দেওয়া যাচ্ছে না। গতকাল, রবিবার জাপানের রাজধানী কোভিডে ১৭৩৮ জনের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। গত ১৭ জুলাই গেমস ভিলেজে প্রথম করোনা পজেটিভ কেসের ঘটনা সামনে এসেছিল।

এখনও পর্যন্ত টোকিও অলিম্পিকে খেলতে যাওয়া পাঁচজন ক্রীড়াবিদের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বায়ো বাবলের মধ্যে টোকিও গেমস ভিলেজে থাকা চেক প্রজাতন্ত্রের তারকা বিচ ভলিবল খেলোয়াড় ওন্দ্রেজ পেরুসিচ (Ondrej Perusic) করোনা আক্রান্ত হয়েছিলেন। চেক প্রজাতন্ত্র দলের ডাক্তার জিরি নেউমান জানান, তাদের দলের বিচ ভলিবলার ওন্দ্রেজ পেরুসিচের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর আগে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবলারের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছিল। পাশাপাশি কোভিডে আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফুটবল দলের ভিডিয়ো বিশ্লেষক মারিয়ো মাসহা।