বেঙ্গালুরু, ২ এপ্রিল: বেঙ্গালুরুতে দলের ভরাডুবি রুখে অবিশ্বাস্য ইনিংস খেললেন মুম্বই ইন্ডিয়ন্সের ব্যাটার তিলক ভর্মা (Tilak Verma)। রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হায়দরাবাদের ছেলে তিলক ৪৬ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রানকে ভাল জায়গায় নিয়ে গেলেন। তিলকের কীর্তিতে ইনিংসের শেষ ৯ ওভারে মুম্বই করল ১০৯ রান।
মাত্র ২০ বছরের তিলকের কীর্তিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ন্স করল ৭ উইকেটে ১৭১ রান। অথচ একটা সময় ৪৮ রানের মধ্যে দলের সেরা চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল মুম্বই। অধিনায়ক রোহিত শর্মা (১) থেকে ইশান কিষাণ (১০), সাড়ে ১৭ কোটির ক্য়ামেরুন গ্রিন (৫), সূর্যকুমার যাদব (১৫) সবাই হতাশ করেন। আরও পড়ুন-
এবারের আইপিএল প্রথম ভারতীয় হিসেবে ১০০ মিটার ছক্কা হাঁকালেন মুম্বইয়ের নেহাল ওয়াদহেরা
দেখুন টুইট
Superstar Tilak Verma - 84* (46).
MI scored 109 runs in the last 9 overs due to Tilak's masterclass. He stood at one end and kept playing his game, what a talent.
A 20 year old sensation from Hyderabad! pic.twitter.com/gHFB7YFJWh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 2, 2023
সেখান থেকে দলের মহাতারকাদের ব্যর্থতা সামলে ৪টে ওভার বাউন্ডারি, ৯টি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ৮৪ রান করে মাথা উঁচু করে মাঠ ছাড়েন তিলক। ইনিংসের ১৯তম ওভারে রেকর্ড ১১টা ডেলেভারি করেন সিরাজ। টানা চারটে বল ওয়াইড হয় সিরাজের।