IPL 2022 Trophy (Photo credit: Twitter)

রোহিত শর্মা থেকে সূর্যকুমার যাদব, ইশান কিষাণ। রবিবার আইপিএলে (IPL 2023) আরসিবি-র বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে ব্যাট করছিলেন একের পর এক মহাতারকা। কিন্তু রোহিত, সূর্যদের ব্যর্থতার মাঝে চমকপ্রদ এক নজির গড়লেন অনামী ব্যাটার নেহাল ওয়াধিরা (Nehal Wadhera)। প্রথমবার আইপিএল ম্যাচে খেলতে নেমে নেহাল হাঁকালেন ১০০ মিটারের বেশী দূরত্ব পাড় করা ওভার বাউন্ডারি। বেঙ্গালুরুর স্পিনার করণ শর্মার ডেলিভারিতে এই সুদীর্ঘ ওভার বাউন্ডারিটি হাঁকান নেহাল। পরপর দুটো বলে ছক্কা মারার পর অবশ্যই আউট হয়ে যান তিনি।

এটাই চলতি আইপিএলে কোনও ভারতীয় ব্যাটারের হাঁকানো ১০০ মিটারের ছক্কা। গতকাল, মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১০০ মিটারের বেশী দূরত্বে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন কেকেআর-এর আন্দ্রে রাসেল। আরও পড়ুন- রোহিতের ক্যাচ লুফতে গিয়ে বড় সংঘর্ষ সিরাজ-কার্তিকের মধ্যে, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

১৩ বলে ২১ রান করে আউট হন পঞ্জাবের ২২ বছরের ব্যাটার নেহাল। নেহাল দুটি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি হাঁকান। তিনি ঘরোয়া ক্রিকেটে সবে মাত্র পাঁচটা ম্য়াচ খেলেছেন। নেটে নজর কাড়ায় একেবারে সরাসরি ম্যাচে নামানো হয় নেহালকে। ৬ নম্বরে নেমে তিলক ভর্মা-কে যোগ্য সঙ্গত দেন নেহাল।