জানেন ODI স্ট্যাটাস পাওয়া দেশগুলি কী কী
ওয়ানডে স্ট্যাটাস পেল আমেরিকা, ওমান। (File Photo)

ক দিন আগেই যোগ্যতাঅর্জনের সব বাধা টপকে আইসিসি (ICC)-ওয়ানডে (ODI) ক্রিকেটের স্ট্যাটাস পেয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র (USA), ওমান (Oman) সহ চারটি দেশ। মার্কিন মুলুকে ক্রিকেটের এই উত্থান বাইশ গজের দুনিয়ায় কুর্নিশ আদায় করে নিচ্ছে। বাইশ গজের পরীক্ষায় সসম্মানে পাশ করে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-র দেশ ওয়ানডে স্ট্যাটাস পেয়ে গেল। আমেরিকার পাশাপাশি এশিয়ার দেশ ওমান-ও ৫০ ওভারের ফরম্যাটে খেলার ছাড়পত্র পেল।

বাংলাদেশ (Bangladesh) -পাকিস্তান (Pakistan) -ভারত (India) সহ আইসিসি-র টেস্ট খেলিয়ে দলগুলোর সঙ্গে ওয়ানডে ক্রিকেট খেলার সুযোগ পেল নতুন চারটি দেশ। ওয়ানডে স্ট্যাটাস পাওয়া নতুন চারটি দল হলো ওমান, মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া, ৭) পাপুয়া নিউ গিনি । এখন থেকে আইসিসির অন্য চারটি সহযোগী সদস্য দলের মতো তারাও ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে হওয়া ৪ রাউন্ডের খেলা শেষে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওমান। শেষ রাউন্ডের লড়াইয়ের পর ওয়ানডে স্ট্যাটাস পাবে আরো দু’দল। সেই লড়াইয়ে ওয়ানডে মর্যাদা পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে স্বাগতিক দল নামিবিয়া।

আইসিসির পূর্ণ সদস্য তথা টেস্ট খেলিয়ে দল ১২টি। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবোয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এই ১২টি দলের সঙ্গে সহযোগী সদস্য হিসেবে আছে ৮৮টি দল। আর এই ৮৮টি দলের মধ্য থেকে চারটি দল (স্কটল্যান্ড, নেপাল, আরব আমিরাত ও নেদারল্যান্ডস) ওয়ানডে খেলার মর্যাদা আগেই পেয়েছে। তাদের সঙ্গে নতুন সহযোগী দল হিসেবে ওয়ানডে খেলার সুযোগ পেল ওমান ও আমেরিকা। পাপুয়া নিউগিনি, নামিবিয়া নতুন চারটি দল ওয়ানডে স্ট্যাটাস পাবে।

ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দেশগুলি

ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবোয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

পাশাপাশি--১) নেপাল, ২) ইউএই, ৩) নেদারল্যান্ডস, ৪) ওমান, ৫) আমেরিকা যুক্তরাষ্ট্র, ৬) নামিবিয়া, ৭) পাপুয়া নিউ গিনি।