Hangzhou 2022 Asian Games: আজ, শনিবার থেকে এশিয়ান গেমসের বিশেষ বুলেট ট্রেনের উদ্বোধন হল চিনের হাংঝু শহরে। এশিয়ান গেমস থিমের এই ফুক্সিং বুলেট ট্রেন একেবারে তাক লাগিয়ে দেওয়ার মত। ঘণ্টায় ৩৫০ কোলিমাটর গতিবেগে ছুটতে পারে এই বুলেট ট্রেন। চিনের হাংঝু-তে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ১৯তম এশিয়ান গেমস। যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করার জন্য হাংঝু থেকে কিউঝাউ ও হাংঝু থেকে ওয়াংঝু-র মধ্যে বিশেষ বিলাসবহুল বুলেট ট্রেন চলবে। এই বুলেট ট্রেনে আছে বার, জিম, রেস্তোরাঁ, সুবিশাল টিভি স্ক্রিন সহ যাবতীয় সুবিধা।
দর্শক, থেকে সাংবাদিক-সবাই খুব দ্রুত এই বুলেট ট্রেনে চড়ে হাংঝুতে পৌঁছে এশিয়া গেমসের খেলা দেখতে বা কভার করতে পারবেন না। করোনার কারণে গত বছর না হয়ে এবার হাংঝুতে হচ্ছে এশিয়াড।
দেখুন ছবিতে
The Fuxing bullet train 🚅 specially designed for the #HangzhouAsianGames will come into operation on Sept 16. It will serve routes between Hangzhou and Quzhou, as well as Hangzhou and Wenzhou's Pingyang. #Hangzhou2022 @19thAGofficial @ChinaRailways pic.twitter.com/6uZzXUrWea
— Zhejiang, China (@izhejiang) September 14, 2023
২০২০ টোকিও অলিম্পিকের থেকেও বেশি সংখ্যাক অ্যাথলিট এবার এশিয়াডে অংশ নিচ্ছেন। এবার হাংঝু এশিয়াডে ৪০টি খেলার ৪৮১টি বিভাগে এশিয়া মহাদেশে ১০ হাজারের বেশী ক্রীড়াবিদ অংশ নেবেন। ভারতের মোট ৬৫৬ ক্রীড়াবিদ বা অ্যাথলিট হাইংঝু এশিয়ান গেমসে অংশ নেবেন।
২০০৮ সালে বেজিং অলিম্পিকের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চিন। করোনা কিছুটা কমে আসার পর বেজিংয়ে ২০২২ সালে শীতকালীন অলিম্পিক গেমসেরও সফল আয়োজন করেছিল চিন।