Wimbledon Final 2025: দীর্ঘ ২৩ বছর পর উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে বা নোভাক জকোভিচের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না। নতুন যুগের সূচনা করে রবিবার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ফাইনালে খেলতে নামলেন স্পেনের কার্লোস আলকারাজ আর ইতালির ইয়ানিক সিনার। গত মাসেই ফরাসি ওপেনার ফাইনালে দুজনে সর্বকালের সেরা একটা ম্যাচ খেলেছিলেন। রুদ্ধশ্বাস সেই ফাইনালে অবিশ্বাস্য কামব্যাক করে জিতেছিলেন আলকারাজ। টানা তিনবার উইম্বলডন জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে রাফায়েল নাদালের দেশের তারকা। অন্যদিকে, এই প্রথম উইম্বলডনের ফাইনালে খেলছেন সিনার।
ফাইনাল শুরুর পরেও মাঠের বাইরে টিকিটের হাহাকার, লম্বা লাইন
এই ফাইনাল ম্যাচকে ঘিরে ইংল্যান্ডে এতটাই উত্তেজনা তুঙ্গে উঠেছে যে অল ইংল্য়ান্ড ক্লাবের কোর্টের গ্যালারিতে বসে খেলা দেখার টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। ভিভিআইপি গ্যালারিতে হলিউড তারকা থেকে রাজা রানী, রাষ্ট্রপ্রধান, তারকা ফুটবলার, ক্রিকেটারদের ভিড়। ফাইনাল শুরু হয়ে যাওয়ার পর অল ইংল্যান্ড কোর্টের বাইরে টিকিটের জন্য সাধারণ মানুষের লম্বা লাইন।
টিকিটের দাম আকাশছোঁয়া
The cheapest ticket (on the secondary market) to watch Jannik Sinner vs Carlos Alcaraz at Wimbledon today was selling for over $20,000.
That makes it one of — if not the — most expensive sporting events ever.pic.twitter.com/xn0QasmYi8
— Joe Pompliano (@JoePompliano) July 13, 2025
টিকিট নিয়ে এত চাহিদা সাম্প্রতিককালে কোনও টেনিসের ইভেন্টে দেখা যায়নি
এই সুযোগে উইম্বলডন ফাইনাল দেখার টিকিট এখন ২০ হাজার মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে। অনেকে রেকর্ড টাকা খরচ করে সেই টিকিট কেটে মাঠেও ঢুকছেন। তার মানে মাঠে বসে আলকারাজ-সিনারের ফাইনাল দেখতে হলে ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে। উইম্বলডনের ফাইনাল কভার করা সাংবাদিকরা জানাচ্ছেন এই কথা। এই ফাইনাল ম্যাচটাই দুনিয়ার ইতিহাসে অন্যতম দামি ইভেন্ট হচ্ছে।