Suryakumar Yadav in Dream11 India Jersey (Photo Credit: BCCI/ X)

BCCI Dream11: কেন্দ্রীয় সরকারের অনলাইন গেম নিয়ে নয়া বিলের পর নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট দলের মূল স্পন্সর 'ড্রিম ইলেভেন'। সরাসরি আর নগদ অর্থে চালানো যাবে না কোনও ফ্যান্টাসি গেমিং অ্যাপ বা বেটিং ওয়েবসাইটগুলি। আর তাই এই নিয়ম আসায় (টাকা দিয়ে টিম বানানো যাবে না) প্রাসঙ্গিকতা হারিয়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার পথে 'ড্রিম ইলেভেন'। সেই সঙ্গে ড্রিম ইলেভেন বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি খারিজ করছে। বিসিসিআইও জানিয়ে দিয়েছে, তাদের সঙ্গে ড্রিম ইলেভেনের আর কোনওরকম সম্পর্ক থাকছে না।

আসন্ন এশিয়া কাপে স্পন্সরহীন থাকতে পারে টিম ইন্ডিয়া

ভবিষ্যতে এই ধরনের স্পন্সর নেওয়ার আগে বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা হবে বলেও BCCI কর্তারা জানিয়েছেন। ড্রিম ইলেভেন সরে দাঁড়ানো বেশ কয়েকটি বিষয় চিন্তায় ফেলেছে বোর্ড কর্তাদের। আর দিন কয়েক পরেই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ঠিক তারপরেই দেশের মাটিতে শুরু হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ।

ভারতীয় ক্রিকেটের অতীতের স্পন্সররা

পরবর্তী মূল স্পন্সর: লড়াইয়ে অ্যামাজন, টাটা গ্রুপ, জিও-রিলায়েন্স

এমন সময় মূল স্পন্সর সরে যাওয়াটা বড় ধাক্কার। বিশেষ করে মূল স্পন্সর হিসাবে যতই অনেক কোম্পানি আগ্রহ দেখাক, কিন্তু বিষয় হল ড্রিম ইলেভেনের মত অত বড়মাপের অঙ্ক মিলবে কি? তার ওপর আবার মূল স্পন্সর আসার মত বিষয়টি বেশ সময়সাপেক্ষ। সূত্রের খবর, টিম ইন্ডিয়ার নতুন মূল স্পন্সরের দৌড়ে আছে অ্যামাজন, জিও রিলায়েন্স, টাটা গ্রুপের মত বহুজাতিক সংস্থা।