লন্ডন, ১৪ জুলাই: Wimbledon Final 2024: গত বছর ফাইনালে পাঁচ সেটের রুদ্ধশ্বাস ফাইনাল হয়েছিল দু জনের মধ্য়ে। কিন্তু এবার একেবারে একপেশে ফাইনালে সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)-কে ৬-২,৬-২, ৭-৬ (৪) হারালেন আলকারাজ (Carlos Alcaraz)। ২১টি গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদালও যেটি পারেননি, সেটা করে দেখালেন আলকারাজ। স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দু'বার উইম্বলডন খেতাব জিতলেন তিনি।
৩৭ বছরের জকোভিচ যে আলকারাজের মত বিরল প্রতিভার কাছে ফিটনেসে পিছিয়ে পড়েছেন তা পরিষ্কার। ২৪টা গ্র্যান্ডাস্লাম জয়ী জকোভিচ এদিন ফাইনালে হারের পর কেঁদে ফেললেন। মাত্র ২১ বছর বয়েসে ৪টি গ্র্যান্ডস্লাম খেতাব জেতা হয়ে গেল ছোট নাদালের। তার মধ্যে আবার দুটো উইম্বলডন খেতাব। জকোভিচ, নাদাল পরবর্তী যুগে আলকারাজই যে রাজ করবেন সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আরও পড়ুন-সরাসরি দেখুন ইউরো কাপের ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ড ম্যাচ
২০২২ সালে ইউএস ওপেনে খেতাব জিতে গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে খাতা খোলেন আলকারাজ। এরপর ২০২৩-এ জেতেন উইম্বলডন। আর চলতি বছর ফরাসি ওপেনের পর আলকরাজ জিতলেব আলকারাজ। চারবার গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলে চারটিতেই জেতার নজির গড়ার বিষয়ে রজার ফেডেরার-কে ধরে নিলেন আলকারাজ।
দেখুন ভিডিয়ো, খেতাব জয়ের মুহূর্তে
Carlos' crowning moment 🤩#Wimbledon pic.twitter.com/kgCMaokh4C
— Wimbledon (@Wimbledon) July 14, 2024
জয়ের পর কী বললেন আলকারাজ
"The most beautiful tournament. The most beautiful court. The most beautiful trophy."
Carlos Alcaraz is living his dream as a #Wimbledon champion once again 💚 pic.twitter.com/TfFJ6ZrPik
— Wimbledon (@Wimbledon) July 14, 2024
হারের পর কী বললেন জকোভিচ
"Thank you for bringing the smile to my face every single day"
Touching words from Novak, recognising the people who matter most 🫶#Wimbledon pic.twitter.com/V6btZMtL8r
— Wimbledon (@Wimbledon) July 14, 2024
বিশ্বের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একই বছরে উইম্বলডন ও ফরাসি ওপেন জেতার নজির গড়লেন আলকারাজ। এর আগে এই নজির (পরিভাষায় বলে চ্য়ানেল স্লাম) গড়েন- রড লেভার (১৯৬৯), বিয়ন বর্গ (১৯৭৮-৮০), রাফায়েল নাদাল (২০০৮,২০১০) , রজার ফেডেরার (২০০৯), নোভাক জকোভিচ (২০২১)।