Mohd. Siraj gets Player of The Match Award Photo Credit: Twitter@BCCI

তেলঙ্গনা পৃথক রাজ্য হওয়ার পর এই প্রথম ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৪ সালে অন্ধ্র প্রদেশ থেকে বেরিয়ে এসে আলাদা রাজ্য হয় তেলাঙ্গানা। আর ২০১১ ওয়ানডে-র পর ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তেলাঙ্গানার ৩০ বছরের তারকা পেসার মহম্মদ সিরাজ। রাজ্যের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ীকে রাজকীয় সংবর্ধনা দিচ্ছে তেলাঙ্গনা সরকার। দক্ষিণের এই রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি বিশ্বকাপজয়ী সিরাজকে পুরষ্কার হিসেবে সরকারী চাকরি ও আবাসিক জমি দেওয়ার কথা ঘোষণা করলেন। সিরাজের সঙ্গে দেখা করে তাঁকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি।

বিশ্বকাপ জয়ের বিশেষ পুরষ্কার হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে মোট ১২৫ কোটি টাকার আর্থিক পুরষ্কার দিয়েছে বিসিসিআই। বোর্ডের সেই প্রাইজমানি থেকে ১৫ কোটি টাকা পেয়েছেন সিরাজ। পাশাপাশি মহারাষ্ট্র সরকার টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারদের ১১ কোটি টাকা আর্থিক পুরস্কার দিচ্ছে।

দেখুন ছবিতে

হায়দারবাদের অটো চালকের ছেলে থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ওঠার সিরাজের জীবন কাহিন সবার কাছেই অনুপ্রেরণার। ৩০ বছরের সিরাজ আইপিএলে অবিশ্বাস্য বোলিং করে ২০১৭ সালে প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। ২০১৯ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর দ্রুত নিজের জায়গা পাকা করে পেলেন।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে একটাই ম্যাচে প্রথম একাদশে ছিলেন সিরাজ। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। আইরিশদের বিরুদ্ধে ৩ ওভার বল করে ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সিরাজ। তবে তারপর থেকে আর সিরাজকে খেলাননি অধিনায়ক রোহিত শর্মা। জশপ্রীত বুমরা, আর্শদীপ সিংয়ের সঙ্গে হার্দিক পান্ডিয়া থাকায় পিচের দিকে তাকিয়ে সিরাজের পরিবর্তে স্পিনার কুলদীপ যাদব-কে প্রথম একাদশে রেখে টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি ৬টা ম্যাচ খেলে ভারত।