
পার্থ প্রতিম চন্দ্র: আগামী বছর জুনে উত্তর আমেরিকার তিনটি দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬ (2026 FIFA World Cup)। এই প্রথম ফুটবল বিশ্বকাপের আসর একসঙ্গে তিনটি দেশে বসতে চলেছে। সেই সঙ্গে এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলতে চলেছে ৪৮টি দেশ। সবচেয়ে বড় বিশ্বকাপের আসরে এবার ইউরোপের ১৬টি, আফ্রিকার ৯টি, এশিয়ার ৭টি, দক্ষিণ আমেরিকার ৬টি, উত্তর-মধ্য আমেরিকার ৬টি, ওশিয়ানিয়ার ১টি দেশ সরাসরি অংশ নেবে। বাকি তিনটি স্থানের জন্য প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশের প্লে অফের মাধ্যমে মূলপর্বে খেলার সুযোগও থাকছে।
এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলবে উজবেকিস্তান। অন্যদিকে দীর্ঘ ৪৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলতে দেখা যাবে জর্ডনকে। এই প্রথম ওশিয়ানিয়া জোন থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে নিউ জিল্য়ান্ড। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কিউইরা প্লে অফে বাহারিনকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল। লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা অনেক আগেই মূলপর্বে উঠে গিয়েছে। পাশাপাশি ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়েরও মূলপর্বে ওঠা নিয়ে আর কোনও সংশয় নেই।
এক নজরে এখনও পর্যন্ত যে ১৩টি দেশ ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করে ফেলেছে--
আয়োজক দেশ হিসেবে (৩টি)-মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
বাছাই পর্বে খেলে পুরোপুরি নিশ্চিত (১০টি)-- নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে।
এবার দেখে নেওয়া যাক জোন বা মহাকাশ ভিত্তিক মূলপর্বে ওঠার হিসেব-
কনকাকাফ জোন (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ)--
যোগ্যতাঅর্জন করে ফেলছে
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিনটি দেশই আয়োজক দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব খেলবে। আরও তিনটি দেশ সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে।
এএফসি জোন (এশিয়ার দেশগুলি)
ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে:
জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জর্ডন।
(এই জোন থেকে আরও তিনটি দেশ সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে।
কনমেবল জোন (দক্ষিণ আমেরিকার দেশগুলি)
আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল।
(এই জোন থেকে আরও ২টি দেশ সরাসরি ওঠার সুযোগ পাবে।)
ওএফসি জোন (ওশিয়ানিয়া)
নিউ জিল্যান্ড।
(নিউ ক্য়ালেডোনিয়া প্লে অফে উঠেছে)
কোন মহাদেশ বা জোন থেকে কতগুলি দেশ ২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলবে
মূলপর্বে খেলবে: ৪৮টি দেশ
মূলপর্বে খেলতে চলা ৪৮টি দেশ কোথা থেকে যোগ্যতাঅর্জন করছে--
আয়োজক: ৩টি দেশ
ইউরোপ (UEFA): সরাসরি মূলপর্বে খেলবে ১৬টি দেশ।
এশিয়া (AFC): সরাসরি মূলপর্বে খেলবে ৮টি দেশ। ( এবং একটি স্থান প্লে অফের মাধ্যমে)
আফ্রিকা (CAF): সরাসরি মূলপর্বে খেলবে ৯টি দেশ। (এবং একটি স্থান প্লে অফের মাধ্যমে)
দক্ষিণ আমেরিকা (CONMEBOL): সরাসরি মূলপর্বে খেলবে ৬টি দেশ ( এবং একটি স্থান প্লে অফের মাধ্যমে)
উত্তর আমেরিকা (CONMEBOL): সরাসরি মূলপর্বে খেলবে আয়োজক ৩টি দেশ এবং আরও ৩টি দেশ। ( এবং একটি স্থান প্লে অফের মাধ্যমে)
ওশিয়ানিয়া (OFC): সরাসরি মূলপর্বে খেলবে ১টি দেশ ( এবং একটি স্থান প্লে অফের মাধ্যমে)।
প্লে অফের খেলা-
২০২৬ সালের মার্চে এএফসি বাছাই পর্বের পঞ্চম রাউন্ড প্লে-অফের জয়ী, আফ্রিকার বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের জয়ী, কনকাকাফের তৃতীয় রাউন্ডের রানার্স আপ দুটি দল, কনমেবোলের লিগ তালিকার সপ্তম স্থানে থাকা দল ও ওশিয়ানিয়ার তৃতীয় রাউন্ডে রানার্স হওয়া নিউ ক্যালিডোনিয়া-কে নিয়ে হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাই পর্বের আন্ত:মহাদেশীয় প্লে অফের খেলা। মোট ৬টি দেশ এই প্লে অফ রাউন্ডে খেলবে সেখান থেকে দুটি দেশ মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।