
Bangladesh বনাম India: India Tour of Bangladesh 2025 Fixtures: আগামী অগাস্টে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। মহম্মদ ইউনুসের দেশে ১৭ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত মোট তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ অগাস্ট, মীরপুরে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় তথা শেষ ম্যাচ ২০ ও ২৩ অগাস্ট। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরে, শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।
টি-২০ সিরিজের সূচি
বাংলাদেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ২৬ অগাস্ট, চট্টগ্রামে। মীরপুরে টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩১ অগাস্ট।
এক নজরে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সূচি
India Tour of Bangladesh 2025 Fixtures:
Dates announced for #TeamIndia's tour of Bangladesh.
The Senior Men's Team will play three T20Is and as many ODIs against Bangladesh.#BANvIND pic.twitter.com/xRnQa0BlZL
— BCCI (@BCCI) April 15, 2025
কারা খেলতে পারেন
অগাস্টের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপরই খেলতে যেতে হবে বাংলাদেশে। তাই বাংলাদেশে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। পদ্মাপাড়ের দেশে সীমিত ওভারের সিরিজে আইপিএলে সফল কিছু তরুণ ও প্রতিশ্রুতিমান তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়া হতে পারে।
শেষবার কবে বাংলাদেশে গিয়েছিল টিম ইন্ডিয়া
২০২২ সালে শেষবার বাংলাদেশে সিরিজ খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেবার বাংলাদেশে ১-২ ওয়ানডে সিরিজ হেরেছিলেন রোহিত শর্মা-রা। ২০২৪ সালে ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার কাছে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ভারত মোট ১৭ বার কেলেছে, তার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে ১৬টি, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র একটি ম্য়াচে।