Team India. (Photo Credits: X)

Asia Cup 2025 Team India Sqaud: দাবিদার অনেকে। কাকে ছেড়ে কাকে নেওয়া যাবে! কাউকে বাদ দিলেই প্রশ্ন উঠবে। আগামী সেপ্টেম্বরে ইউএই-তে হতে চলা এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের জন্য ভারতীয় দলে কারা জায়গা পান সেটা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। অগাস্টের তৃতীয় সপ্তাহে ঘোষিত হতে পারে টিম ইন্ডিয়ার এশিয়া কাপের স্কোয়াডে। মোটের ওপর ঠিক আছে, চোট সারিয়ে টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের স্কোয়াডে থাকাও নিয়ে নিশ্চয়তা থাকছে। তবে জশপ্রীত বুমরার খেলা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। আগামী ১০ সেপ্টেম্বর ইউএই-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে টিম ইন্ডিয়ার এশিয়া কাপের অভিযান শুরু হবে। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে লিগের শেষ দুটি ম্যাচে খেলবেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়া-রা। তারপর ২১ সেপ্টেম্বর থেকে সুপার ফোরের ম্য়াচে খেলবে ভারত।

সাম্প্রতিককালে টিম ইন্ডিয়ার স্কোয়াড নির্বাচন নিয়ে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ত হবে অজিত আগরকর সহ নির্বাচকদের। কারণ গত বছর বিশ্বকার জেতা থেকে টি-২০-তে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। তার ওপর আবার আইপিএলের সৌজন্যে এখন অনেক তরুণ ক্রিকেটার উঠে আসায় কাকে ছেড়ে কাকে নেওয়া যাবে সেই মাথাব্যথাটা বেড়েছে নির্বাচকদের। ইংল্যান্ড সফরে শুভমন গিলদের টেস্ট সিরিজে দুরন্ত লড়াইয়ের পর ২-২ ড্র করার পর, আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই এখন বেশ শক্তিশালী টিম ইন্ডিয়ায় প্রতিভাবান, তারকা ক্রিকেটারদের ছড়াছডি। এরই মাঝে চলে এসেছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে ভারতীয় দলে ওপেনার, মিডল অর্ডার, পেসার, স্পিনার হিসাবে স্কোয়াডে থাকার লড়াইয়ে রয়েছেন অন্তত ২৫ জন ক্রিকেটার। কিন্তু দলে নেওয়া যাকে ১৬ জনকেই। এখন টি-২০-তে টিম ইন্ডিয়ার যা বেঞ্চ স্ট্রেন্থ তাতে অনায়াসে দুটি সমমানের শক্তিশালী দল গড়া যাবে।

এক নজর দেখে নেওয়া যাক এশিয়া কাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড--

ওপেনার (৩):

যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, অভিষেক শর্মা।

মিডল অর্ডার ও ফিনিশার (৪):

সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, শ্রেয়স আইয়ার, রিয়ান পরাগ/রিঙ্কু সিং/শিবম দুবে।

উইকেটকিপার (২)

সঞ্জু স্যামসন, কেএল রাহুল/জিতেশ শর্মা।

অলরাউন্ডার (২):

হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল

স্পিনার (২)-

বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব/ওয়াশিংটন সুন্দর।

পেসার (৪):

আর্শদীপ সিং, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণা, জশপ্রীত বুমরা (ফিট থাকলে)/ খলিল আহমেদ।

সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়স আইয়ার/ তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে/রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা/হর্ষিত রানা।

দ্বাদশ ব্যক্তি- অভিষেক শর্মা।।