এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতীয় এ দলের বিরুদ্ধে পাকিস্তানের এ দলের ২৯ বছরের ব্যাটার তায়াব তাহিরের (Tayyab Tahir) অবিশ্বাস্য সেঞ্চুরি। তায়াবের সেঞ্চুরিতে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে বেশ চাপে পড়ে গেল যশ ধুলের দল। এমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে হলে ভারতীয় এ দলকে নির্ধারিত ৫০ ওভারে এখন করতে হবে ৩৫৩ রান। পিচে জুজু না থাকলেও ভারত-পাকিস্তানের মত স্নায়ুযুদ্ধের ম্যাচে মোটেও সহজ হবে না।

একেবারে চাপের মুখে দাঁড়িয়ে ৭১ বলে ১০৮ রানের ইনিংস খেলে ফাইনালের মোড় ঘুরিয়ে দিলেন তায়াব তাহির। ৬৬ বলে সেঞ্চুরি করেন তায়াব। ১৮৭ রানের মধ্যে অর্ধেক ইনিংস গুঁটিয়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে ষষ্ঠ উইকেটে মুবাসির খানকে নিয়ে ১২৬ রানের পার্টনারশিপ করেন তায়েব। রিয়ান পরাগ ২৪ রানে ২ উইকেট নেন, রাজবর্ধন হাঙ্গারকর ৪৮ দিয়ে দুটি উইকেট নেন। ওপেনিং পার্টনারশিপে সাইম আয়ুব (৫৯), ও শাহিজাদা ফারহান (৬২) ১২১ রান যোগ করেন। আরও পড়ুন-ব্যাডমিন্টনে বড় সাফল্য সাত্ত্বিক-চিরাগদের

দেখুন টুইট

ভারতীয় এ দলকে জিততে হলে এবার তাকিয়ে থাকতে হবে সাই সুদর্শন, অভিষেক শর্মা, যশ ধুলের ওপর।