ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ চলতি টি-২০ সিরিজে টিকে থাকতে হলে টিম ইন্ডিয়াকে করতে হবে ১৬০ রান। মঙ্গলবার ইনিংসের শেষের দিকে অধিনায়ক রোভম্যান পাওয়েলের ১৯ বলে ৪০ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ক্যারিবিয়ানরা লড়ার মত জায়গায় থাকল। চোট সারিয়ে দলে ফিরে দারুণ বল করেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। রবি বিষ্ণোইকে বাদ দিয়ে কুলদীপকে খেলিয়ে দারুণ লাভ হল হার্দিক পান্ডিয়াদের। কুলদীপ ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। কুলদীপ নেন ওপেনার ব্র্যান্ডন কিং, জনসন চার্লস ও নিকোলাস পুরানের মত গুরুত্বপূ্র্ণ তিনটি উইকেট।
আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়ারা বল হাতে ব্যর্থ হলেন। আর্শদীপ ৩ ওভারে দিলেন ৩৩ রান। ৬ নম্বরে বল করতে এসে বাংলার মুকেশ কুমার ক্যারিবিয়ান তারকা শেমরন হেটমায়ারের উইকেট পেলেও ২ ওভারে দেন ১৮ রান। চাহাল ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। অক্ষর প্য়াটেল একটি উইকেট নেন। শুরুটা দারুণ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং (৪২) ও কেইল মেয়ার্স (২৫)। তবে মাঝের দিকে নড়ে যায় ক্য়ারিবিয়ান ইনিংস। তবে শেষের দিকে ঝড় তোলেন পাওয়েল। আরও পড়ুন-হিলাদের ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কার বিরুদ্ধে কার খেলা, জানুন সম্পূর্ণ সূচি
দেখুন টুইট
India need to chase 160 to avoid the T20i series defeat against West Indies. pic.twitter.com/tiEbZPAwus
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 8, 2023
রান তাড়া করতে নেমে ভারতের হয়ে ওপেন করতে নামেন টি-২০ অভিষেক হওয়া যশস্বী জয়সওয়াল। ইশান কিষাণের পরিবর্তে খেলছেন যশ্বসী।
সিরিজের প্রথম দুটি ম্যাচে ইশান কিষাণ ব্যর্থ হওয়ায় যশস্বীর কাছে এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের দরজা খুলল। আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্স করে সবার নজর করা যশস্বীর কাছে এবার সুযোগ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার।
তৃতীয় টি-২০-তে ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, শুবমন গিল, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, কুলদীপ যাদব।