Team India. (Photo Credits: X)

আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার অপ্রতিরোধ্য ফর্ম অব্য়াহত। রবিবার দুবাইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালের রাস্তা কার্যত নিশ্চিত করছেন রোহিত শর্মা-রা। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। মহম্মদ রিজওয়ানদের হারিয়ে গ্রুপ লিগের বাধা টপকানোর দিকে অনেকটা এগিয়ে যাওয়ার, পাশাপাশি একটা বড় নজির গড়লেন অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি টুর্নামেন্টে টানা ১১টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন রোহিত। রেকর্ড বলছে, টিম ইন্ডিয়া আইসিসি টুর্নামেন্টে গত ২১টি ম্যাচের মধ্যে হেরেছে মাত্র ১টি-তে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১১টি-র মধ্যে ১০টিতে জয়, ১টি-তে হার। ২০২৪ টি-২০ বিশ্বকাপে ৯টি-র মধ্যে ৮টি-তে জয়, একটি পরিত্যক্ত, ও চলতি চ্যাম্পিন্স ট্রফিতে এখনও পর্যন্ত দুটিতে খেলে দুটিতেই জিতেছে টিম ইন্ডিয়া।

গত বছর দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ৯টি-র মধ্যে ৮টি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। ২০২৪ টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগে ৩টি, সুপার এইটে ৩টি, এবং সেমিফাইনালে ও ফাইনালে ১টি করে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিতরা। শুধুমাত্র গ্রুপ লিগে কানাডার বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল টিম ইন্ডিয়ার। তার আগে দেশের মাটিতে আয়োজিত ২০২৩ আইসিসি বিশ্বকাপে (৫০ ওভারের ফর্ম্যাটে) একমাত্র ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারা ছাড়া সব কটি ম্য়াচে জিতেছিলেন রোহিতরা। ২০২৩ বিশ্বকাপে রাউন্ড রবীন লিগে ভারত টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৯টি দেশকেই হারিয়েছিল।

এরপর রোহিতরা সেমিফাইনালে হারিয়েছিলেন নিউ জিল্যান্ড-কে। আইসিসি টুর্নামেন্টে শেষ ২১টি ম্য়াচের মধ্যে রোহিত শর্মার দলের একমাত্র হারটি হল ২০২৩ বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।