চিনের হাংঝৌ শহরে ১৯ তম এশিয়ান গেমসের উদ্বোধন হয়ে গেল। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে ভারতের পতাকা বহন করলেন মহিলা বক্সার লভলিনা বরগোঁহাই, ও ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। এবার এশিয়ান গেমসে ৩৫টি খেলায় ভারতের মোট ৬৫৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৩২৮ জন পুরুষ ও ৩২৫ জন মহিলা। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয় হ্যাংঝৌ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। এই স্টেডিয়ামকে বিগ লোটাস নামেও পরিচিত।
এবার এশিয়ান গেমসে হকি থেকে টেনিস-ভলিবল,বক্সিং-কুস্তি-ভারত্তোলন, শ্যুটিং, তিরন্দাজি, রোয়িং, অ্যাথলেটিক্স থেকে রাগবি-ফুটবলে ভারতীয়রা কেমন করেন সে দিন নজর থাকবে। হাংঝৌ এশিয়াডে পুরুষ ও মহিলা-উভয় বিভাগেই টি-২০ ক্রিকেটের খেলা হবে। দুই বিভাগেই ক্রিকেটে সোনা জয়ের ব্যাপারে ফেভারিট টিম ইন্ডিয়া। করোনার দাপটের কারণে গত বছর পিছিয়ে নির্ধারিত সময়ের এক বছর পর চিনে আয়োজিত হচ্ছে এশিয়ান গেমস।
দেখুন ভিডিয়ো
Indian contingent led by flag-bearers Harmanpreet Singh and Lovlina Borgohain 🏑🥊
Grit and Glory⚡️सबसे आगे होंगे हिंदुस्तानी 🇮🇳#AsianGames#TeamIndiapic.twitter.com/FGqBthDb7a
— Doordarshan Sports (@ddsportschannel) September 23, 2023
দেখুন উদ্বোধনী অনুষ্ঠানের ঝলক
Let's enjoy the mascots dancing at the opening ceremony of the 19th Asian Games Hangzhou. #Hangzhou #AsianGames #Mascots #HangzhouAsianGames #OpeningCeremony pic.twitter.com/mE8Y7ZANDB
— 19th Asian Games Hangzhou 2022 Official (@19thAGofficial) September 23, 2023
২০১৮ জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে ভারত পদক তালিকায় আট নম্বরে ছিল-১৬টি সোনা, ২৪টি রুপো ও ৩০টি ব্রোঞ্জ পেয়ে। এবার ভারতীয়রা গতবারের চেয়ে বেশী পদক জিতবে বলে আশা।
২০১৮ সালে প্রাথমিকভাবে ফুটবল স্টেডিয়াম হিসেবে নির্মিত এই অত্যাধুনিক ভেন্যুতে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে। ২০২৩ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। এছাড়াও কম্বোডিয়ার রাজা নোরোডম সিহামনি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, হংকং চিনের নেতা জন লি কা-চিউ এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু এবং আরও অনেক বিশিষ্ট বিদেশী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।