Lords Test: বৃহস্পতিবার, ১০ জুলাই থেকে লর্ডসের মাঠে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে নামছে ভারত (India) ও ইংল্য়ান্ড (England)। সিরিজ ১-১ থাকা অবস্থায় ক্রিকেটের মক্কায় নামছেন শুভমন গিল-বেন স্টোকসরা। সিরিজের প্রথম টেস্ট লিডসে ইংল্যান্ড জিতেছিল ৫ উইকেটে, এরপর এজবাস্টনে অবিশ্বাস্য ক্রিকেট খেলে ৩৩৬ রানে জিতে সমতায় ফেরেন শুভমন গিলরা। এবার পালা লর্ডসের। লর্ডসে যারাই জিতুক, তার পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যাবে। এদিকে তো ঐতিহ্যের লর্ডস, তার ওপর সিরিজের ফলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্য়াচ। তাই ক্রিকেট সমর্থকদের চোখ এখন লর্ডসে। একটা কথা সোশ্য়াল মিডিয়ায়, বিশেষত টুইটরে (এক্স) বেশ কয়েকটি ইংল্যান্ড সমর্থক পেজে লেখা হচ্ছে, এর আগে ভারত কখনও লর্ডসে টেস্ট জেতেনি, তাই শুভমন গিলরা মানসিক দিক থেকে পিছিয়ে থেকে নামবেন।
লর্ডসে টিম ইন্ডিয়ার টেস্ট জয়
ব্রিটিশ সমর্থকদের এই দাবিগুলি সম্পূর্ণ ভুল। এজবাস্টনে হাজারেরও বেশি রান করে বিশাল ব্যবধানে জয়ের পর মানসিক দিক থেকে এগিয়ে থেকেই নামবেন। আর টিম ইন্ডিয়া এর আগে ক্রিকেটের মক্কায় মোট তিনবার টেস্ট জিতেছে। লর্ডসে এর আগে টিম ইন্ডিয়া মোট ১৯টি টেস্টে খেলে জিতেছে ৩টি, পরাজয় ১২টি, ড্র ৪টি। লর্ডসে ভারত প্রথমবার টেস্ট জেতে কপিল দেবের নেতৃত্বে। তার আগে লর্ডসে ভারত ১১টি টেস্ট খেলে একবারও জিততে পারেনি। ১৯৮৬-র ঐতিহাসিক জয়ের পর ২০১৪ এবং ২০২১ সালে ক্রিকেটের মক্কায় ভারত আরও দুবার টেস্ট ম্যাচে জয় পায়। এই তিনটি জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ২০১৪ সালে লর্ডসে ইশান্ত শর্মা-র অবিশ্বাস্য স্পেল, আজিঙ্কা রাহানের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে এমএ ধোনির নেতৃত্বে জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত লর্ডসে তৃতীয়বার টেস্টে জয়ের স্বাদ পায়। লর্ডসে সেই জয়ের কেএল রাহুল (১২৯) এবং রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং দারুণ কাজে এসেছিল। সেই টেস্টে দারুণ বল করেছিলেন মহম্মদ সিরাজ এবং জশপ্রীত বুমরা (৪/৭৯ এবং ৩/৩৩)।
এক নজরে লর্ডসে ভারতের তিনটি টেস্ট জয়:
১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে, অবিশ্বাস্য বেঙ্গসরকার
কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল লর্ডসে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায়। এই ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করে। দিলীপ বেঙ্গসরকারের দুর্দান্ত ব্যাটিং (১২৬ রান) এবং চেতন শর্মা ও মনিন্দর সিংয়ের বোলিং প্রতিভা এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জয় ভারতীয় ক্রিকেটের জন্য একটি মাইলফলক ছিল, কারণ এটি বিদেশের মাটিতে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দেয়।
২০১৪ সালে ধোনির নেতৃত্বে, ইশান্ত শর্মা সাত উইকেটের অবিশ্বাস্য বোলিং
২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত লর্ডসে দ্বিতীয়বার জয়লাভ করে। এই ম্যাচে ইশান্ত শর্মার অসাধারণ বোলিং (৭/৭৪) ভারতকে ৯৫ রানের জয় এনে দেয়। অজিঙ্কা রাহানের শতরান (১০৩) এবং ভুবনেশ্বর কুমারের অলরাউন্ড পারফরম্যান্সও এই জয়ে বড় ভূমিকা রাখে।
২০২১ সাল: বিরাট কোহলির নেতৃত্বে, কেএল রাহুলের দুরন্ত সেঞ্চুরি
২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত লর্ডসে তৃতীয়বার জয়লাভ করে। এই ম্যাচে ভারত ইংল্যান্ডকে ১৫১ রানে পরাজিত করে। কেএল রাহুল (১২৯) এবং রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং, সঙ্গে মহম্মদ সিরাজ (৪/৭৯) এবং জসপ্রীত বুমরা (৩/৩৩) টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত করে। এই জয় ভারতের টেস্ট ক্রিকেটে আধিপত্যের প্রতিফলন ঘটায়।
ভারত লর্ডসে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছে। নিম্নে প্রতিটি ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল দেওয়া হল, বছর অনুসারে:১৯৩২: ইংল্যান্ড ১৫৮ রানে জয়ী।
লর্ডস টেস্টে ভারতের ইতিহাস
১৯৩৬: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
১৯৪৬: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।
১৯৫২: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
১৯৫৭: ইংল্যান্ড এক ইনিংস ও ৫ রানে জয়ী।
১৯৫৯: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
১৯৬৭: ইংল্যান্ড এক ইনিংস ও ১২৪ রানে জয়ী।
১৯৭১: ড্র।
১৯৭৪: ইংল্যান্ড এক ইনিংস ও ২৮৫ রানে জয়ী।
১৯৭৯: ড্র।
১৯৮২: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
১৯৮৬: ভারত ৫ উইকেটে জয়ী।
১৯৯০: ইংল্যান্ড ২৪৭ রানে জয়ী।
১৯৯৬: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
২০০২: ইংল্যান্ড ১৭০ রানে জয়ী।
২০০৭: ড্র।
২০১১: ইংল্যান্ড ১৯৬ রানে জয়ী।
২০১৪: ভারত ৯৫ রানে জয়ী।
২০২১: ভারত ১৫১ রানে জয়ী।
লর্ডসে টেস্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স (এক নজরে)
মোট ম্যাচ: ১৯টি
জয়: ৩টি (১৯৮৬, ২০১৪, ২০২১)
পরাজয়: ১২টি
ড্র: ৪টি