সুপার এইটে টানা দুটো ম্যাচে জিতে সেমিফাইনালে উঠল টিম ইন্ডিয়া। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আফগানিস্তানের পর বাংলাদেশকেও উড়িয়ে দিলেন রোহিত শর্মা-রা। শনিবার রাতে নর্থ সাউন্ডে বাংলাদেশকে ৫০ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ১৯৬ রান। জবাবে বাংলাদেশ করে ১৪৬ রান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই নাজমুল-সাকিবদের পর্যদুস্ত করলেন হার্দিক-কুলদীপরা। আগামী সোমবার সুপার এইটে শেষ ম্যাচে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।
এদিন ভারতের জয়ের প্রায় গোটা দলই অবদান রাখল। তবে হার্দিকের ২৭ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস,আর কুলদীপ যাদবের ১৯ রানে ৩ উইকেটের স্পেলটা রোহিতদের জয়ে বড় ফ্যাক্টার হয়ে দাঁড়াল। ঋষভ পন্থের ২৪ বলে ৩৬, বুমরা-র ১৩ রান দিয়ে ২ উইকেট নেওয়াটাও ভারতের জয়কে সহজ করল। সূর্যকুমার যাদব (৬) ছাড়া এদিন ভারতের ব্যাটাররা মোটের ওপর রান পান। তবে টপ অর্ডারের ব্যাটারদের সেট হয়ে উইকেট ছুঁড়ে আসাটা কিছুটা বিপদ তৈরি করেছিল। কিন্তু হার্দিক টি টোয়েন্টি আন্তর্জাতিকে নিজেকে এমন স্তম্ভ বানিয়েছে, যিনি বারবার টিম ইন্ডিয়াকে বিপদ থেকে রক্ষা করেছেন।
মুম্বই ইন্ডিয়ন্সের অধিনিয়াক এদিন ৪টি বাউন্ডারি, ৩ ওভার বাউন্ডারি হাঁকানো হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে পুরো কোণঠাসা করে দিলেন। এদিন ২৭ বলে হাফ সেঞ্চুরির পাশাপাশি ১ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হলেন হার্দিক। ৩টি ওভার বাউন্ডারি শিবম দুবে (২৪ বলে ৩৪)ও ভাল খেললেন। রোহিত শর্মা ১১ বলে ২৩ ও বিরাট কোহলি ২৮ বলে ৩৭ রান করে দলের শুরুটা মন্দ করেননি। তবে টিম ইন্ডিয়ার আগামী তিনটি ম্য়াচ (ফাইনাল উঠলে) খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি ম্যাচে জিততে হলে রোহিতদের শুরুটা আরও ভাল করতেই হবে।
দেখুন খবরটি
𝘼 𝙘𝙡𝙞𝙣𝙞𝙘𝙖𝙡 𝙨𝙝𝙤𝙬 𝙞𝙣 𝘼𝙣𝙩𝙞𝙜𝙪𝙖 𝙛𝙧𝙤𝙢 #𝙏𝙚𝙖𝙢𝙄𝙣𝙙𝙞𝙖! 👏 👏
A 5⃣0⃣-run win over Bangladesh for @ImRo45 & Co as they seal their 2️⃣nd win on the bounce in Super Eight. 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/QZIdeg3h22 #T20WorldCup | #INDvBAN pic.twitter.com/GJ4eZzDUaA
— BCCI (@BCCI) June 22, 2024
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারালেও ব্যাটিং মোটেও ভাল হয়নি। বাবর আজম-রা শেষ ৫-৬ ওভার জঘন্য ব্যাটিং না করলে রোহিতদের চলতি বিশ্বকাপটা এতটা ভাল না হতেও পারত। কঠিন তিনটি ম্যাচের আগে ভারতের আরও একটা সমস্যা হল এখনও পর্যন্ত কঠিন প্রতিপক্ষ না পাওয়া- নড়বড়ে পাকিস্তান ছাড়া চলতি টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া একেবারেই কঠিন প্রতিপক্ষ পায়নি। গ্রুপ পর্যায়ে আয়ারল্যান্ড, পাকিস্তানকে হারানো, কানাডা ম্যাচ ভেস্তে যাওয়া। আর সুপার এইটে আফাগানিস্তান, বাংলাদেশ।
এদিন রান তাড়া করতে নেমে সেভাবে কখনই লড়াইয়ের মধ্যে ছিল না বাংলাদেশ। তারই মধ্যে কিছুটা লড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তো (৩২ বলে ৪০)।