Suryakumar Yadav. (Photo Credits:X)

Suryakumar Yadav: রবিবার এশিয়া কাপে গ্রুপের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেট জিতে উঠে পহেলগামে নিহত শহিদ পরিবারদের পাশে দাঁড়ানোর কথা বললেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের বিরুদ্ধে জেতা প্রথম ম্যাচটা দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করল টিম ইন্ডিয়া। এদিনই আবার জন্মদিন ছিল সূর্যকুমারের। জন্মদিনে পাক বধ করে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন অধিনায়ক সূর্য। পাশাপাশি পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের স্মরণও করলেন। পহেলগামে জঙ্গি হামলায় হত পরিবারের সদস্যরা এই ম্য়াচ না খেলার জন্য ভারতীয় দলের খেলোয়াড়দের আবেদন করেছিলেন। সেখানে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিয়ে সূর্যকুমার বললেন,"আমরা পহেলগামে নিহত পরিবারের পাশে দাঁড়াচ্ছি। আমরা এই জয় আমাদের সশস্ত্র সেনাবাহিনীর সেনাদের উৎসর্গ করছি। আশা করছি ওঁরা আমাদের এভাবেই অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। এদিকে, ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না ভারতের ক্রিকেটাররা। টসের সময়েও পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি অধিনায়ক সূর্যকুমার।

পাক ক্রিকেটারদের সঙ্গে মেলালেন না ভারতের ক্রিকেটাররা

টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্য়ান্সে উড়ে গেল পাকিস্তান। পহেলগাম হামলা, অপারেশন সিঁদুরের পর প্রথম ভারত-পাকিস্তান ম্যাচটা একেবারে একপেশেভাবে জিতলেন সূর্যকুমার যাদবরা। বিশ্বচ্যাম্পিয়নের ভারতের সামনে পাকিস্তান একবারেই দুর্বল দেখাল। জয়ের জন্য মাত্র ১২৮ রান তাড়া করতে নেমে, ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে নিলেন সূর্যকুমার-রা। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হলেন কুলদীপ যাদব।

দেখুন কী বললেন সূর্যকুমার যাদব

দেখুন খবরটি

ম্যাচের সেরা কুলদীপ যাদব

টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ইউএই-র বিরুদ্ধে ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ। অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব। এই জয়ের সুবাদে এক ম্য়াচ বাকি থাকতেই সুপার ফোরে ওঠা নিশ্চিত করল টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে একপেশে ম্যাচ জিতল ভারত। ওপেনার অভিষেক শর্মা (১৩ বলে ৩১) শুরু থেকেই ঝড় তুলে রান তাড়া করার কাজটা সহজ করে দিয়েছিলেন। শুভমন গিল (৭ বলে ১০) শুরুতে আউট হলেও চাপে ছিল না টিম ইন্ডিয়া।