Photo Credits: Instagram

ঢাকা প্রিমিয়র লিগের খেলা চলাকালীন অসম্ভব যন্ত্রণার পর বুকে ব্যথা নিয়ে হাসপাাতলে ভর্তি হতে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)-কে। শারীরিক পরীক্ষার পর ডাক্তাররা নিশ্চিত হন তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরপর তামিমের বুকে ব্যথা কমাতে রিং পরানো হয়। কিন্তু তাঁর শরীর নিয়ে জটিলতা এখনও কাটেনি বলে জানা গিয়েছে। আশঙ্কার খবর হল, তামিমের জ্ঞান ফেরেনি। তবে পরের দিকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়,"তামিমকে সুস্থ করার জন্য যত ধরনের চিকিৎসার প্রয়োজন, সব কিছু করা হয়েছে। তামিমকে সুস্থ করার পরীক্ষা মসৃণভাবেই হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তামিম।"

চিকিতসা কেমন চলছে

ডাক্তররা জানিয়েছেন," তামিমের অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এটা খুব মসৃণ ও সফলভাবে হয়েছে।"

কেমন আছেন তামিম ইকবাল

কীভাবে অসুস্থ হন তামিম

বাংলাদেশের সংবাদমাধ্যমে খবর, বিকেএসপির ৩ নম্বর মাঠে সকালে শাইনপুকুরের বিপক্ষে টস করেন মোহামেডানের অধিনায়ক তামিম। এরপর অসুস্থ অনুভব করলে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে আনলে ব্লক ধরা পড়ে।