Tajinderpal Singh Toor. (Photo Credits: Twitter)

রবিবার হাংঝৌ এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স থেকে পরপর দুটো সোনা জিতল ভারত। স্টিপেলচেজের ৩০০ মিটারে অবিনাশ সালভের সোনার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ফের মহাসাফল্য। রবিবার হাংঝৌতে পুরুষদের শুটপুটে নাটকীয় কায়দায় সোনা জিতলেন ভারতের তাজিন্দার পাল সিং তুর (Tajinderpal Singh Toor)। গত, ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন পঞ্জাবেব ২৮ বছরের তারকা তাজিন্দার। জ্যাভলিন হাতে নীরজ চোপড়ার নামার আগেই হাংঝৌতে অ্যাথলেটিক্স থেকে দুটি সোনা জিতে ফেলল ভারত।

নিজের শেষেবারের চেষ্টায় ২০.৩৬ মিটার দূরত্বে শটপুট ছুঁড়ে সোনা জিতলেন তাজিন্দার। চলতি এশিয়ান গেমসে ভারতের এটি  ১৩তম সোনা জয়।

দেখুন ছবিতে

আজ, রবিবার এশিয়ান গেমসে এটি ভারতের তৃতীয় সোনা। এর আগে আজ পুরুষদের দলগত ট্রাপ ইভেন্টে কুয়েতকে হারিয়ে চলতি এশিয়াডে ভারতকে দশম সোনা এনে দিয়েছিলেন পৃথ্বিরাজ তোদিয়ামান, কেয়ান ছেনাই ও জোরাভারসিং সিন্ধু। পুরুষদের ৩ হাজার মিটার স্টিপেলচেসে ( Steeplechase in 3000 Meter) সোনা জিতলেন অবিনাশ সাবলে। আর এবার শটপুটে সোনা জিতলেন তাজিন্দার।