Team India Fielding Coach T Dilip : জোর জল্পনা ছিল, টিম ইন্ডিয়া (Team India)-য় এবার তারকা কোনও বিদেশী ফিল্ডিং কোচকে আনা হবে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের টেস্ট থেকে অবসরের পর নতুন করে টিম ইন্ডিয়াকে সাজাতে চাইছে বোর্ড। তাই টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে বদলের কথা শোনা যাচ্ছে। কিন্তু ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেট নিয়ে বেশী আগ্রহী থাকায় বিদেশী ফিল্ডিং কোচেদের এখন নিয়োগ করছে না। তার পরিবর্তে টি দিলীপ (T Dilip )-কেই টিম ইন্ডিয়ার ফিল্ডিংকোচ হিসেবে আরও এক বছর রেখে দিল বোর্ড। আগামী মাসে ইংল্য়ান্ড সফরে শুভমন গিলদের ফিল্ডিং কোচ হিসেবে থাকছে দিলীপই। ইংল্য়ান্ডের পিচ ও পরিস্থিতি স্লিপে ক্যাচ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ইংল্য়ান্ডে স্লিপে ক্য়াচ খুবই গুরুত্বপূর্ণ হবে
বেঙ্গালুরুতে এনসিএ থেকে উঠে আসা কোচ টি দিলীপ এবার গিলদের স্লিপ ফিল্ডিং নিয়ে দলের পাঁচ-জনকে নিয়ে পরিশ্রম করতে চলেছেন।
দেখুন খবরটি
🚨 TEAM INDIA UPDATE 🇮🇳
- T Dilip will continue as Indian fielding coach for one more year. [Devendra Pandey from Express Sports] pic.twitter.com/wUA3Xyl9HN
— Rishabh Singh Parmar (@irishabhparmar) May 27, 2025
গিলকে আপডেট
এদিকে, ইংল্য়ান্ডে এ দলের সিরিজে রাখা হয়েছিল শুভমন গিলকে। ঠিক ছিল আইপিএল শেষ করেই গিল ইংল্যান্ডে গিয়ে এ দলের জার্সিতে নেমে পড়বেন। কিন্তু গিলকে ইংল্য়ান্ডে এ সিরিজে দ্বিতীয় ম্য়াচে খেলানো হচ্ছে না।