Sweden Women Football Team. (Photo Credits; Twitter)

আয়োজক অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলাদের ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করল সুইডেন। শনিবার ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচ অজিদের ২-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন সুইডিশরা। নিজেদের দেশের মাটিতে আয়োজিত প্রথম বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটানো অজিদের শেষ অবধি খালি হাতেই থাকতে হল। গতবার (২০১৮) মহিলাদের ফুটবল বিশ্বকাপেও ব্রোঞ্জ জিতেছিল সুইডেন। মহিলাদের ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশীবার ব্রোঞ্জ জয়ের নজির আছে সুইডেনের (৪ বার)।

১৯৯১ সালে হওয়া মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবলেও সুইডিশরা সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছিল। বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকার নির্ণায়ক ম্যাচে না হারের রেকর্ডটা এদিনও অক্ষত রাখল জাল্টান ইব্রাভামভিচের দেশের মেয়েরা। এবার মহিলাদের ফুটবল বিশ্বকাপ সবচেয়ে বড় চমকটা সুইডেনই দিয়েছে। প্রি কোয়ার্টার ফাইনালে সাডেন ডেথে মহিলাদের ফুটবল সবচেয়ে সফল ও শক্তিধর আমেরিকাকে হারিয়ে চমকে দেয় সুইডেন। এরপর কোয়ার্টার ফাইনালে তারা ২-১ গোলে হারায় টুর্নামেন্টের হট ফেভারিট জাপানকে। সেমিফাইনালে খেলার একেবারে শেষের দিকে গোল খাওয়ার সময়টা ছাড়া এবারের বিশ্বকাপে পুরো চ্যাম্পিয়নের মতই খেলে সুইডেন।

দেখুন ছবিতে

মহিলাদের চলতি ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে ১-২ গোলে হেরেছিল সুইডেন। আর অস্ট্রেলিয়া ৩-১ গোলে হারে ইংল্যান্ড। কাল, রবিবার মহিলাদের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখ স্পেন ও ইংল্যান্ড। দুটো দেশই প্রথমবার মহিলাদের ফিফা বিশ্বকাপের ফাইনালে খেলছে।