Sumit Nagal (Photo Credit: X)

চমকের পর চমক দিয়েই চলেছেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। অঘটন ঘটিয়ে মন্টে কার্লো মাস্টার্সের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জনের পর এবার দারুণ জয় পেলেন নাগাল। এটিপি মাস্টার্স ১০০০-এর এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডে সুমিত হারালেন বিশ্বের ৩৫ নম্বর খেলোয়াড় মাত্তেও আর্নাল্ডিকে। ইতালিয়ান তারকা মাত্তেও-কে বিশ্বের ৯৩ নম্বর খেলোয়াড় নাগাল হারালেন ৫-৭,৬-২,৬-৪।

এদিন প্রথম সেটে হারের পর দারুণ কামব্যাক করে অনবদ্য টেনিস উপহার দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন নাগাল। দেশের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মন্টি কার্লো ওপেনের মূলপর্বে জয় পেলেন নাগাল।

দেখুন খবরটি

৪২ বছর পর প্রথম কোনও ভারতীয় মন্টি কার্লো ওপেনের সিঙ্গলসে খেলছেন। এবার দ্বিতীয় রাউন্ডে সুমিত নাগালের সামনে রজার ফেডেরারের মতে আগামী টেনিস বিশ্বের সবচেয়ে বড় তারকা হতে চলা সপ্তম বাছাই হুলগার রুনে। কোয়ালিফাইং বা মূলপর্বে ওঠার যোগ্যতা নির্ণায়ক পর্বে বিশ্বের ৬৩ নম্বর ইতালির ফ্লাবিও কোবোলি-কে ৬-২, ৬-৩, ও আর্জেন্টিনার বিশ্বের ৫৩ নম্বর ফাকুন্দো দিয়াজ কোস্তাকে ৭-৫,২-৬,৬-২ হারিয়ে ছিলেন নাগাল।