Sumit Nagal

Sumit Nagal: অবশেষ কাটল খরা। তিন বছর পর কোনও ভারতীয় খেলোয়াড়কে গ্র্যান্ডস্লাম টেনিসের সিঙ্গলসের মূলপর্বে খেলতে দেখা যাবে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলসের মূলপর্বে খেলবেন ভারতের তারকা সুমিত নাগাল। শুক্রবার যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে স্লোভাকিয়ার অ্য়ালেক্স মোলকানকে ৬-৪, ৬-৪ হারিয়ে নোভাক জকোভিচ, আলকারাজদের সঙ্গে সিঙ্গলসের মুলপর্বে খেলবেন  হরিয়ানার ছেলে সুমিত।

গত কয়েক বছর ধরে যেটা কিছুতেই হচ্ছিল না। লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জাদের অবসরের পর রোহন বোপান্না ডবলসে গ্র্যান্ডস্লামে সাফল্য পাচ্ছেন। কিন্তু গ্র্যান্ডস্লামের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট সিঙ্গলসে কিছুতেই মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারছিলেন না ভারতীয়রা। সুমিত সেই কাজটাই করলেন। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন। শেষবার ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলসের মুলপর্বে খেলেছিলেন সুমিত।

দেখুন ভিডিয়ো

চোটের কারণে ছিটকে গিয়ে এটিপি ক্রম তালিকায় ৫০০-র ওপরে চলে গিয়েছিলেন সুমিত। সেখান থেকে যোগ্যতাপর্বে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে নেমে বিশ্বের প্রাক্তন ৩৮ নম্বর খেলোয়াড়কে হারিয়ে মূলপর্বে উঠে বাজিমাত করলেন সুমিত। এই জয়ের সঙ্গে তাঁর ৬৬.৬৮ লক্ষ টাকার পুরস্কার মূল্য জেতা নিশ্চিত হল। সিঙ্গলসে সুমিতই এখন ভারতের এক নম্বর খেলোয়াড়।

২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মুলপর্বে প্রথম রাউন্ডে হেরেছিলেন সুমিত। ২০২০ সালে ইউএস ওপেনে প্রথম রাউন্ডে জয়টাই তাঁর কেরি.য়ারে গ্র্যান্ডস্লাম সিঙ্গলসের কেরিয়ারে একমাত্র জয়।