ওভাল, ৩০ জুলাই: আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মত ব্যাট করতে নেমে অপরাজিত থেকে গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad )। রবিবার ওভালে অ্যাসেজ সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্রড এদিন তাঁর কেরিয়ারে শেষবার ব্যাট করতে নামেন। গতকাল, শনিবার ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে বলেছিলেন, ওভাল টেস্টটাই তার কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। ম্যাচের চতুর্থ দিনে জেমস অ্যান্ডরসনের সঙ্গে ব্যাট করতে নেমে ৮ বল খেলে ৮ রান করে অপরাজিত থেকে যান ব্রড। আন্তর্জাতিক ক্রিকেট খেলা শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকান ব্রড।
অজি পেসার মিচেল স্টার্কের ওভারের শেষ বলে ছক্কা হাঁকান ব্রড। এরপরের ওভারে অজি স্পিনার মারফির বলে অ্যান্ডারসন আউট হতেই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯৫ রানে। সিরিজ জিততে হলে অস্ট্রেলিয়াকে টেস্টের চতুর্থ ইনিংসে করতে হবে ৩৮৪ রান। আরও পড়ুন-ড্র করে বিদায় আয়োজক কিউইরা, আধ ডজন গোলে জিতে নক আউটে নরওয়ে
দেখুন ভিডিয়ো
Stuart Broad hit a six in the final ball he has faced in International cricket.
A total entertainer 👏pic.twitter.com/wvudJ6YIHY
— Johns. (@CricCrazyJohns) July 30, 2023
গার্ড অফ অনার দেওয়া হল ব্রডকে
The Guard of honour for Stuart Broad by Australia team and crowd roaring.
The last time James Anderson and Stuart Broad bat together - Emotional moment for everyone! pic.twitter.com/xjF8d0mlfr
— CricketMAN2 (@ImTanujSingh) July 30, 2023
৩৭ বছরের ব্রড ইংল্যান্ডের হয়ে ১৬৭টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৫৬টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে খেলেছেন। টেস্টে ৬০০-র বেশী উইকেট শিকারী ব্রডের ব্য়াটের হাত মন্দ নয়। একেবারে শেষের দিকে নামলেও টেস্টে একটা ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ১৬৮। ব্যাট হাতে ৩৬৫০-র বেশী রান আছে। ব্যাটিং গড় ১৮-র বেশী। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় টেস্টে অভিষেক হয়েছিল স্টুয়ার্ট ব্রডের। ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে কার্ডিফে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর।