মহিলাদের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিল আয়োজক দেশ নিউ জিল্যান্ড। রবিবার গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় ড্র করে নিউ জিল্যান্ড মহিলা দল। অন্যদিকে গ্রুপের অন্য ম্যাচে নরওয়ে ৬-০ গোলে হারায় ফিলিপিন্সকে। সমসংখ্যক পয়েন্ট পেলেও গোল পার্থক্যে নরওয়ের থেকে পিছিয়ে পড়ে গ্রুপে তৃতীয় স্থানে থেকে বিদায় নিল কিউই দল। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে গ্রুপ এ-তে চ্যাম্পিয়ন হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল সুইস মহিলা দল। অন্যদিকে, ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপ এ থেকে রানার্স হয়ে নক আউটে উঠল নরওয়ে।

অথচ চলতি বিশ্বকাপে নরওয়েকে ১-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল কিউই মহিলা ফুটবল দল। গ্রুপের প্রথম ম্যাচে সুইসরা ২-০ গোলে হারিয়েথিল ফিলিপিন্সকে। কিন্তু পরের ম্যাচে নিউ জিল্যান্ড অপ্রত্যাশিতভাবে ০-১ গোলে হারে ফিলিপিন্সের বিরুদ্ধে। আর নরওয়ের সঙ্গে সুইসদের ম্যাচ ০-০ অবস্থায় শেষ হয়েছিল। গ্রুপের শেষ ম্যাচে তাই চারটে দলেরই নক আউটে ওঠার সম্ভাবনা ছিল। ফিলিপিন্সের বিরুদ্ধে নরওয়ের আধ ডজন গোলে জয়টা বড় ফারক গড়ে দিল।

দেখুন পয়েন্ট তালিকা

গ্রুপ এ-র পয়েন্ট তালিকা

১) সুইজারল্যান্ড: ৫ পয়েন্ট (গোল ব্যবধান: ২, পক্ষে গোল: ২, বিপক্ষে গোল:০)

২) নরওয়ে: ৪ পয়েন্ট (গোল ব্যবধান: ৫, পক্ষে গোল:৬, বিপক্ষে গোল: ১)

৩) নিউ জিল্যান্ড: ৪ পয়েন্ট (গোল ব্যবধান: ০, পক্ষে গোল:১, বিপক্ষে গোল:১)

৪) ফিলিপিন্স: ৩ পয়েন্ট (গোল ব্যবধান:(-৭), পক্ষে গোল: ১, বিপক্ষে গোল:৮)

(সব ম্যাচ শেষে)