মুম্বই, ১৩ জুন: সকাল থেকে খবর ছিল ২০২৩ সাল থেকে আগামী পাঁচ বছর ভারতে আইপিএলের টিভি সম্প্রচার পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জল্পনা থামে। শেষবেলায় খবর, স্টার স্পোর্টস আগামী পাঁচ বছর ভারতীয় খেলার কোহিনুর আইপিএলের টিভি সম্প্রচারস্বত্ব ধরে রাখল। এর জন্য রেকর্ড অর্থ খরচ করল স্টার। তবে অনলাইন সম্প্রচার বা ডিজিটাল স্বত্ত্ব হারিয়েছে ডিজনি প্লাস হটস্টার। ২০২৩-২৭ আইপিএল ওটিটি-তে দেখা যাবে ভিয়াকম ১৮-র ভুটে। আগামিকাল, মঙ্গলবার এই নিয়ে সরকারী ঘোষণা হবে।
দেখুন টুইট
#IPL #IPLMediaRights #iplmediarightsauction
According to reports, Star Sports (Disney) bags IPL TV rights for the Indian subcontinent; Viacom18 takes digital rights for India
Follow for live updates: https://t.co/lBLkxxOqL8
— TOI Sports (@toisports) June 13, 2022
এবার আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব নজিরবিহীন হল টিভি ও ডিজিটালে আলাদা সংস্থা বা চ্যানেল ম্যাচ সম্প্রচার করবে। আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি-ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হল মোট ৪৩ হাজার ৫০ কোটিতে! আগের সব কিছুকে ছাপিয়ে গেল এই টাকার অঙ্ক। আইপিএলের আগামী পাঁচ বছরের ডিজিটাল সম্প্রচার স্বত্ত্ব ১৯ হাজার ৬৮০ কোটি টাকার বিক্রি হয়েছে। ম্যাচ প্রতি ৫০ কোটি টাকা খরচ করে ডিজিটাল স্বত্ত্ব কিনল ভিয়াকম-১৮।