Pathum Nissanka (Photo Credit: @Prasanrod/ X)

Sri Lanka vs Zimbabwe: দীর্ঘ ৬ বছর পর বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল শ্রীলঙ্কা। রবিবার হারারেতে দ্বিতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবোয়েকে ৫ উইকেট হারিয়ে 2-0 সিরিজ জিতলেন চারিথ আসালাঙ্কা-রা। ২০১৯ সালে স্কটল্য়ান্ডের পর এই প্রথম বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল দ্বীপরাষ্ট্রটি। এদিন ম্যাচ ও সিরিজ জয়ের জন্য ২৭৮ রান তাড়া করতে নেমে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka ) ১২২ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৬১ বলে ৭১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন অধিনায়ক আসালাঙ্কাও। শেষের দিকে চাপের মুখে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান জানিথ লিয়ানাগে। জিম্বাবোয়ের বেন কুরান (৭০) ও সিকান্দার রাজা (৫৫ বলে ৫৯)-র দুরন্ত ইনিংস কাজে এল না।

প্রসঙ্গত, দু ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম খেলায় রুদ্ধশ্বাস পরিসমাপ্তির পর শ্রীলঙ্কা জিতেছিল ৭ রানে। শেষ ওভারে জিম্বাবোয়েকে জিততে হলে করতে হত ১০ রান। হ্য়াটট্রিক নিয়ে দলকে জিতিয়েছিলেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা।

সিরিজ জিতল শ্রীলঙ্কা

 

প্রথম ম্য়াচে ৭৬ ও দ্বিতীয় খেলায় ১২২ রানের দুরন্ত ইনিংস খেলার সুবাদে সিরিজের সেরা খেলোয়াড় হলেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবোয়েতে এবার তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে।