বেঙ্গালুরু, ১৩ মার্চ: মোহালির মত বেঙ্গালুরুতেও (Bengaluru Test) শ্রীলঙ্কার ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ। জশপ্রীত বুমরা-র আগুন স্পেলে গোলাপী বলের টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। টেস্টে ভারতের বিরুদ্ধে এটাই শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। প্রথম ইনিংসে ১৪৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামল ভারত।
গতকাল টেস্টের প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ৮৬ রান। আজ, রবিবার লঙ্কার ইনিংসের বাকি চারটি উইকেট পড়ল ২৩ রানে। জশশ্রীত বুমরা ২৪ রানে ৫ উইকেট নিলেন। আরও পড়ুন: মহিলা বিশ্বকাপে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া, কিউইদের উড়িয়ে মিতালীদের টপকে গেল অজিরা
দেখুন টুইট
Another great session for India 👏
After bowling Sri Lanka out, they have extended their lead beyond 200.#WTC23 | #INDvSL | https://t.co/g6fD3n4ID2 pic.twitter.com/zo8aifnrrr
— ICC (@ICC) March 13, 2022
অশ্বিন, শামি দুটি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন একটি উইকেট। লঙ্কার ব্যাটিংয়ের যা অবস্থা, পিচ যে রকম আচরণ করছে তাতে তিন দিনেই ম্যাচ শেষ হওয়ার কথা। এই পিচে চতুর্থ ইনিংসে ২৫০ প্লাস টার্গেট তাড়া করাও অনেক কঠিন। যেখানে দ্বিতীয় দিনের শুরুতেই ভারতের লিড ২০০ ছাড়িয়েছে, হাতে এখনও ৯ উইকেট।