মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফর্মে অস্ট্রেলিয়া। রবিবার আয়োজক দেশ নিউ জিল্যান্ডকে ১৪১ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল অজিরা। তিন ম্যাচের তিনটেই জিতে অস্ট্রেলিয়ার মহিলা দল এখন লিগ তালিকার শীর্ষে। রবিবার ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৮ উইকেটে ২৬৯ রান। ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন এলিস পেরি। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা মাত্র ১২৮ রানে অল আউট হয়ে যায়। ৪টি ম্যাচ খেলে কিউইরা দুটি জিতে ৪ পয়েন্টে দাঁড়িয়ে।
চলতি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা দল হারিয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তানকে। অজিদের পরবর্তী দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ (মঙ্গলবার) ও ভারতের বিরুদ্ধে, ১৯ মার্চ।
দেখুন টুইট
Australia pull off a comprehensive 141-run win over New Zealand thanks to some big hitting with the bat and a remarkable bowling display 👌#CWC22 pic.twitter.com/ca02JG9iKu
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 13, 2022
প্রতিটি দল ৭টি করে ম্যাচ খেলবে। আট দলের রাউন্ড রবীন লিগে পয়েন্ট তালিকায় প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে।