Asia Cup 2025: এশিয়া কাপে তাদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা (Sri Lanka)-র বিরুদ্ধে ৬ উইকেটে হেরে গেল বাংলাদেশ (Bangladesh)। আবুধাবিতে গ্রুপ বি-র ম্যাচে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪০ রানের লক্ষ্যমাত্রা মাত্র ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে নিল চারিথ আসালাঙ্কা-র দল। ১০০ বলের মধ্য়ে অনায়াসে রান তাড়া করে জয় দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরুর করল দ্বীপরাষ্ট্রটি। অন্যদিকে, সব বিভাগে লঙ্কানদের কাছে হেরে লিটন দাসদের সুপার ফোরে ওঠার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ল। এই গ্রুপে হংকংয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সোমবার হংকংয়ের বিরুদ্ধে গ্রুপে তাদের দ্বিতীয় ম্য়াচটি খেলবে শ্রীলঙ্কা। এরপর মঙ্গলবার আবুধাবিতে গ্রুপে তাদের শেষ ম্যাচে লিটন দাসরা খেলবে রশিদ খানদের বিরুদ্ধে। সেই ম্য়াচে হারলেই বিদায় নেবে বাংলাদেশ, আবার সেদিন লিটনরা জিতলেও সুপার ফোরে ওঠার প্রশ্নে তাকিয়ে থাকতে হবে বৃহস্পতিবার গ্রুপ বি-র শেষ ম্যাচে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের দিকে।
লঙ্কান জয়ের নায়ক নিসাঙ্কা ও হাসারাঙ্গা
বাংলাদেশের বিরুদ্ধে জয়ের নায়ক লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা (৩৪ বলে ৫০ রান) ও বল হাতে তাররা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৫ রান দিয়ে ২ উইকেট)। ৩২ বলে শেষ পর্যন্ত ৪৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে আসেন কামিল মিশ্র। রান তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে নিশাঙ্কা ও কামিলার মধ্যে হওয়া ৫২ বলে ৯৫ রানের পার্টনারশিপটা বড় ব্যবধান গড়ে দিল। শেষের দিকে কুশল পেরেরা (৯) ও দাসুন শনকা (১)-র উইকেট হারালেও জিততে অসুবিধা হয়নি শ্রীলঙ্কার।
দারুণ জয় শ্রীলঙ্কার
Sri Lanka begin their Asia Cup campaign with a comfortable win against Bangladesh 💪#BANvSL 📝: https://t.co/5lF4dyTT8N pic.twitter.com/gumSsjqI88
— ICC (@ICC) September 13, 2025
সব বিভাগেই পরাস্ত হল বাংলাদেশ
প্রথমে ব্য়াট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাজান ও পারভেজ হোসেন ইমন কোনও রান না করেই আউট হন। এরপর তোহিদ হৃদয় (৮) রান আউট হয়ে ফিরতে ১১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। মেহদি হাসান মিরাজ (৯) পাঁচে নেমে তেমন কিছুই করতে পারেননি। বিপদের সময় সেট হয়ে আউট হয়ে গিয়েছিলেন অধিনায়ক লিটন দাস (২৬ বলে ২৮)-ও। তবে শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে জাকের আলি (৪১ অপরাজিত) ও শামিম হোসেনের (৪২ অজারিত) মধ্যে অবিচ্ছিন্ন ৮৬ রানের পার্টনারশিপে ভর করে কিছুটা লড়ার মত রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে যান লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস (৩)। কিন্তু এরপর তৃতীয় উইকেটে ম্য়াচ জেতানো পার্টনারশিপ করে দেন নিসাঙ্কা ও কামিলা।