Steve Smith. (Photo Credits: X)

কলম্বো, ১৪ ফেব্রুয়ারি:  চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লজ্জার হার অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে-তে সবচেয়ে বড় হারের পাশাপাশি সিরিজে হোয়াইটওয়াশ হলেন স্টিভ স্মিথরা। যে শ্রীলঙ্কা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাঅর্জন করতে পারেনি। আগামী সপ্তাহ থেকে পাকিস্তান ও ইউএই-তে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একসঙ্গে অনেক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোটে-আঘাতে জর্জরিত অজি ক্রিকেটে এবার লজ্জার হার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে এটাই ছিল অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ। সেই ম্যাচে অজিরা মাত্র ১০৭ রানে অল আউট হলেন।

শুক্রবার কলম্বোয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্টিভ স্মিথরা হারলেন ১৭৪ রানে। ওয়ানডে ক্রিকেটে এটাই শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হার (রানের ব্যবধানে)। শ্রীলঙ্কার ২৮১ রানের জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১০৭ রানে অল আউট হয়ে যায়। একেবারে খারাপ ব্যাটিং করে স্মিথরা মাত্র ২৪.২ ওভারে গুটিয়ে যান। শ্রীলঙ্কায় দু ম্যাচের ওয়ানডে সিরিজে অজিরা হারল ০-২। যেখানে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২-০ জিতেছিল।

এদিন, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৪ উইকেটে ২৮১ রান। দুরন্ত সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস। দারুণ ব্যাটিং করে অধিনায়ক চারিথ আসালাঙ্কা (৬৬ বলে ৭৮)। অজিদের অনিভজ্ঞ বোলিংলাইন একেবারে ভাল বল করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৩ রানে ৩ উইকেট দাঁড়িয়ে চাপে পড়ে যায়। এরপর অজিরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মির্ডার অর্ডারে জোশ ইংলিশ (২২), অ্যারন হার্ডি (০) থেকে গ্লেন ম্যাক্সওয়েল (১)-রা দ্রুত আউট হয়ে যান। অজি লোয়ার অর্ডার ব্যাটাররা বেশিক্ষণ পিচে থাকতে পারেননি। অস্ট্রেলিয়ার শেষ সাতজন ব্যাটার এক অঙ্কের রান করেন। অধিনায়ক স্মিথ (২) ছাড়া আর কোনও অজি ব্যাটারা বিপক্ষ বোলারদের সামলাতেই পারেননি। শ্রীলঙ্কার দুই স্পিনার- দুনিথ ওয়েলেগে ৩৫ রানে ৪টি, ও ওয়াননিন্দু হাসারাঙ্গা ২৩ রানে ৩ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা ক্রিকেটার হন শ্রীলঙ্কান তারকা ব্যাটার কুসল মেন্ডিস।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে লাহোরে, ২২ ফেব্রুয়ারি।