দুবাই, ২৭ সেপ্টেম্বর: আজ আইপিএলে (IPL 2021) টিকে থাকার লড়াইয়ে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চলতি আইপিএলে দুটি দলের প্লে অফ ওঠা নিশ্চিত হয়েছে- ১) চেন্নাই সুপার কিংস (CSK) (১০ ম্যাচে ১৬), ২) দিল্লি ক্যাপিটালস (১০ ম্যাচে ১৬)। ১০ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থাকা আরসিবি-রও প্লে অফে ওঠার কথা। এবার চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার লড়াইটা জমে গিয়েছে। মোট চারটে দল এখন সমসংখ্যাক পয়েন্টে দাঁড়িয়ে। আট পয়েন্টে আছে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ন্স।
আজ হায়দ্রাবাদকে হারাতে পারলে টুর্নামেন্টে টিকে থাকতে পারবে রাজস্থান। অন্যদিকে, হায়দ্রাবাদ ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তবে অতীতে বহুবার দেখা গিয়েছে আইপিএলে বিদায় নেওয়া দলগুলি শেষের দিকে বিপজ্জনক হয়ে ওঠে। আজ কেন উইলিয়াসন-জেসন হোল্ডাররা তেমন হয়ে উঠলে মুশকিল। আরও পড়ুন: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারাল ধোনির চেন্নাই সুপার কিংস
সান রাইজার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন, কোথায় হবে
আজ, সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কীভাবে দেখা যাবে:
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, ওয়ান এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১ সরাসরি ইংরেজি কমেন্ট্রিতে দেখা যাবে খেলা। বাংলাতেও দেখা যাবে খেলা।
অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ
ডিজনি+হটস্টারে সরাসরি স্ট্রিমিং করা হবে ম্যাচটি।
দু দলের সম্ভাব্য একাদশ:
সান রাইজার্স-ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, কেদার যাদব, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ
রাজস্থান রয়্যালস-যশ্বসী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, চেতবন সাকারিয়া, কার্তিক ত্যাগি, মুস্তাফিজুর রহমান, তবরাইজ সামসি।