
শুক্রবার লখনৌয়ে সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে জিতলেই শীর্ষস্থান নিশ্চিত হয়ে যেত আরসিবি-র। কিন্তু বিরাট কোহলিরা এদিন এই সুযোগটা মাঠেই ফেলে এলেন। সান রাইজার্স হায়দরাবাদের করা ২৩১ রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু ১৮৯ রানে অল আউট হয়ে গেল। ৪৮ বলে ৯৪ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলে ম্য়াচের সেরা হলেন সান রাইজার্সের উইকেটকিপার-ব্য়াটার ইশান কিষাণ। অন্যদিকে, আরসিবি-র দুই ওপেনার ফিল সল্ট (৩২ বলে ৬২) ও বিরাট কোহলি (২৫ বলে ৪৩) দারুণ খেললে, দলের বাকিদের ব্যর্থতায় ৪২ রানের বড় ব্যবধানে হারল। আরসিবি-র ব্যাটিংয়ের মত বোলিংও হতাশ করে। প্লে অফের আগে এই হার বিরাটদের সাবধানবাণী দিয়ে রাখল। রজত পাতিদারের বদলে এদিন এই ম্য়াচে আরসিবি-কে নেতৃত্বে দেন জীতেশ শর্মা। বৃষ্টির পূর্বাভাস থাকায় বিরাটদের হোমগ্রাউন্ড বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে এই ম্যাচে লখনৌয়ের একানা স্টেডিয়ামে সরানো হয়েছিল।
তিনে নেমে গেল আরসিবি
আরসিবি-র হারে জমে গেল আইপিএলে লিগে তালিকায় প্রথম দুইয়ে থাকার লড়াই। প্রথম দুইয়ে থেকে প্লে অফে উঠলে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ। যেখানে প্লে অফে একটা ম্যাচ জিতলেই সরাসরি চলে যাওয়া যায় ফাইনাল, আবার কোয়ালিফায়ার ওয়ানে হারলে ফাইনালে ওঠার সুযোগ মেলে। তাই সবাই চায় প্রথম দুইয়ে শেষ করতে। আরসিবি-র হারে গুজরাট তাদের শীর্ষস্থান ধরে রাখল। তবে আজ, শনিবার পঞ্জাব যদি দিল্লিকে হারিয়ে দেয় তারা প্রথম স্থানে চলে যাবে। সান রাইজার্সের কাছে হতাশার হারে বিরাটদের হয়তো আর প্রথম দুইয়ে থাকা হবে না।
দেখুন পয়েন্ট তালিকা
Table tumbles in the #RACE2TOP2! 🔥#RCB’s loss to #SRH drops them to 3rd! Will Punjab capitalise and take the top spot on the table? 👀🔥
UP NEXT #IPLOnJioStar👉 #PBKSvDC | SAT, 24th May, 6:30 PM on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/QGtmquKz6z
— Star Sports (@StarSportsIndia) May 23, 2025
শেষ ম্যাচে কারা কার বিরুদ্ধে খেলবে
পয়েন্ট তালিকায় শীর্ষে গুজরাট (১৩ ম্য়াচে ১৮ পয়েন্ট), দুইয়ে পঞ্জাব (১২ ম্য়াচে ১৭), তিনে বেঙ্গালুরু (১৩ ম্য়াচে ১৭) ও চারে মুম্বই (১৩ ম্য়াচে ১৬)। শেষ ম্যাচে গুজরাটের প্রতিপক্ষ চেন্নাই , বেঙ্গালুরুর খেলবে লখনৌয়ের বিরুদ্ধে, আর তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব ও মুম্বই।