Sourav Ganguly on IND vs PAK: স্পোর্টস মাস্ট গো অন (Sports Must Go On)। সেপ্টেম্বরে এশিয়া কাপে হতে চলা ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে এমন কথাই বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জম্মু-কাশ্মীরের পহেলগামে দেশের নিরীহ পর্যটকদের ওপর হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। এরপর জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে পাকিস্তানের মাটিতে এরপর 'অপারেশন সিঁদুর' চালায় ভারত।তারপর তৈরি হয়েছিল ওয়াঘা সীমান্তের দুই দেশের মধ্য়ে যুদ্ধ পরিস্থিতি। সেই স্মৃতি এখনও দেশের মানুষের মনে টাটকা। এখনও ধরা পড়েনি পহেলগামে হামলা চালানো জঙ্গিরা। এরই মধ্যেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে রাজি হয়ে গেল ভারত। আগামী সেপ্টেম্বরেই সংযুক্ত আরবআমিরশাহিতে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে খেলতে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে।
আগামী ১৪ (গ্রুপ লিগে), ২১ (সুপার ফোরে উঠলে) ও ২৮ (ফাইনালে উঠলে) সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান
আগামী ১৪ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে লিগের ম্য়াচও আছে। এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সাফ কথা, " সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত কিন্তু। খেলা চালু থাকা উচিত (Sports Must Go on)।" প্রসঙ্গত, এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। ফলে সেপ্টেম্বরে টানা তিনটি রবিবার তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। এতে আর্থিক দিক থেকে লাভবান যেমন বিসিসিআই হবে, তেমন হবে পাকিস্তান।
দেখুন কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
#WATCH | Kolkata: On India-Pakistan placed in the same group in the Asia Cup, former Indian cricketer Saurav Ganguly says, "I am okay. The sport must go on. At the same time Pahalgam should not happen, but the sport must go on. Terrorism must not happen; it needs to be stopped.… pic.twitter.com/Qrs17KOKrN
— ANI (@ANI) July 27, 2025
"স্পোর্টস মাস্ট গো অন"
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভের সাফ কথা, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা নিয়ে তার কোনও আপত্তি নেই। খেলা চলতে থাকুক। পহেগলামের মত ঘটনা আর যাতে না হয় সে ব্যাপারে নজর দিতে। সন্ত্রাসবাদ হওয়া উচিত নয়। কিন্তু খেলা চালিয়ে যেতে হবে।"
সবার আগে মুখ খুললেন সৌরভই
তারকা প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সৌরভই প্রথম এই ইস্যুতে মন্তব্য করলেন। গত সপ্তাহে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। সোশ্যাল মিডিয়ার চাপে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলও করতে হয়েছিল। কিন্তু এরই মধ্যে বিসিসিআইয়ের এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে।