এই প্রথম মহিলাদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন। শুক্রবার ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে মহিলাদের চলতি ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠল স্পেন। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনের পুরুষ দলের মত তারকা খচিত না হলেও স্পেনের মহিলা দল তাদের মত টিম গেমের ফুটবল উপহার দিচ্ছেন।
এদিন সেমিফাইনালে ওঠার ম্যাচে ম্যাচের ৯১ মিনিটে নাটকীয় কায়দায় সমতায় ফিরে খেলাকে অতিরিক্ত সময়ে নিয়ে গিয়েছিলেন ডাচ মহিলারা। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন ক্লাডেনটে অলিভার। খেলা শেষের বাঁশি বাজার কিছুক্ষণ আগে ডাচদের সমতায় ফেরান ভান দের গ্রাগট। এরপর পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা ১৯ বছরের সালমা পারালুয়েলো (Salma Paralluelo)-র গোলে জিতে যায় স্পেন। ফাইনালে ওঠার ম্যাচে স্পেনের প্রতিপক্ষ হবে জাপান-সুইডেন জয়ী কোয়ার্টার ম্য়াচের জয়ী দল।
দেখুন ছবিতে
🚨🇪🇸 Spain beat Netherlands 2-1 to reach their first ever Women’s World Cup semifinals #FIFAWWC pic.twitter.com/qgrL1NIfzp
— Football View (@FootballViewYT) August 11, 2023
প্রি কোয়ার্টার ফাইনালে স্পেন ৫-১ গোলে হারিয়েছিল সুইজারল্যান্ডকে। গ্রুপ লিগে জাপানের কাছে ০-৪ গোলে হারের ধাক্কা কাটিয়ে নক আউটে দারুণ খেলছে মহিলাদের ফিফা ব়্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা দেশ স্পেন। ২০১৫ মহিলাদের ফুটবল বিশ্বকাপে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে স্পেন। প্রথমবার গ্রুপ লিগ থেকেই বিদায় নেয় তারা। এরপর ২০১৯ বিশ্বকাপের গ্রুপ লিগের বাধা টপকে নক আউটের শুরুতেই বিদায় নিয়েছেল স্পেনের মহিলা ফুটবল দল।