উয়েফা নেশসন লিগের (Nations League) ফাইনালে উঠল স্পেন (Spain)। গতকাল, বৃহস্পতিবার রাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ২-১ গোলে হারিয়ে টানা দু বার নেশনস লিগের ফাইনালে উঠল স্পেন। রবিবার রাতে ফাইনালে নেদারল্যান্ডসের রোটেরডামের দ্য কুইপ স্টেডিয়ামে স্পেনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়া ৪-২ গোলে হারায় আয়োজক দেশ নেদারল্যান্ডসকে। এদিন, ইতালির বিরুদ্ধে ম্যাচের ২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন ইয়রেমি পিনো। কিন্তু ৮ মিনিট পরেই পেনাল্টি থেকে ইতালিকে সমতায় ফেরান সিরো ইমমোবাইল। এরপর ম্যাচ দারুণ জমে ওঠে। আক্রমণ, পাল্টা আক্রমণে দু দলেই গোলের চেষ্টা করেছিল। কিন্তু কিছুতেই গোল হচ্ছিল না। এরপর ম্যাচের ৮৪ মিনিটে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে মোরাতাকে তুলে নিয়ে নামান লা লিগায় খেলা এস্পানিওলের স্ট্রাইকার জোসেলুকে। জোসুল মাঠে নামার তিন মিনিটের মধ্যে গোল করে দলকে ফাইনালে তোলেন।
গ্রুপের খেলায় পর্তুগাল, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্রকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল স্পেন। অন্যদিকে, গ্রুপ পর্বে ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রিয়াকে হারিয়ে শেষ চারে উঠেছিল ক্রোয়েশিয়া।
দেখুন টুইট
Full Time: 🇪🇸 Spain 2-1 Italy 🇮🇹
Alba played 90 minutes. Gavi played 68 minutes and Ansu played 16 minutes.
Spain vs Croatia in the Nations League Final on Sunday. pic.twitter.com/3hN8iW3fZD
— BarçaTimes (@BarcaTimes) June 15, 2023
২০১৯ সালে প্রথম উয়েফা নেশনস লিগের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। দু বছর পর দ্বিতীয় নেশনল লিগের ফাইনালে স্পেনকে খেতাব জেতে ফ্রান্স। আর এবার তৃতীয় নেশনস লিগ ফাইনালে খেলবে স্পেন ও ক্রোয়েশিয়া।