SPAIN ARE WOMEN'S WORLD CUP CHAMPIONS FOR THE FIRST TIME EVER. (Photo Credits: Twitter)

২০১০-র পর ২০২৩। ছেলেদের পর এবার মেয়েরা। ১৩ বছর পর ফের ফিফা বিশ্বকাপের ট্রফি জিতল স্পেন। ছেলেদের প্রথম তথা একমাত্র বিশ্বকাপ ট্রফির ১৩ বছর পর স্পেনে খেতাব নিয়ে যাচ্ছেলেন দেশের মহিলারা। রবিবার সিডনিতে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে ফেভারিট ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল স্পেন। ফাইনালে ম্যাচের ২৯ মিনিটে ওলগা কারমোনার করা গোলে এই প্রথম মহিলাদের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হল স্পেন। আমেরিকা ( ৪বার), নরওয়ে, জার্মানি (২ বার), জাপানের পর পঞ্চম দেশ হিসেবে মহিলাদের ফুটবলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন।

পুরো টুর্নামেন্টে দারুণ খেলেও ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে মহিলাদের ইউরো কাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল ইংল্যান্ডের। পুরুষদের ফুটবল বিশ্বকাপে ইংল্য়ান্ডের একমাত্র খেতাবটা আসে ১৯৬৫৬ সালে। মহিলাদের ফুটবলে এই প্রথমবার ফাইনালে উঠে একটুর জন্য খেতাব জেতা হল না ডেভিড বেকহ্যাম, হ্যারি কেন-দের দেশের।

গ্রুপ লিগে জাপানের কাছে ০-৪ হারের ধাক্কা কাটিয়ে নক আউটে একেবারে অপ্রতিরোধ্য ফুটবল খেলে বিশ্বচ্যাম্পিয়ন হল স্পেন। এই বিশ্বকাপের আগে কখনও কাপ জেতা তো দূরের কথা সেমিফাইনালেই উঠতে পারেনি স্পেনের মহিলা দল।

দেখুন ছবিতে

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ২০১০ পুরুষদের ফিফা বিশ্বকাপের ফাইনালেও প্রথমবার খেলেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেই ফাইনালেও স্পেন ১-০ গোলে জিতেছিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৩ বছর আগে ফাইনালে গোল করে দেশকে প্রথম বিশ্বকাপটা এনে দিয়েছিলেন আন্দ্রে ইনিয়েস্তা। এবার স্পেনের মহিলারাও বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে জিতলেন।